রাস্তার সন্ধি
জয়নুল আবেদীন রাজু
উপ পুলিশ কমিশনার ( ট্রাফিক দক্ষিণ)
ঢাকা।
আমি রাস্তার সাথে করি সন্ধি !
বাড়াতে পারি না রাস্তা,
কমাতে পারি না রিক্সা,
বাড়ছে মানুষ, করছে জরুরী।।
হরেক জন করে রং পার্কিং,
উঠতে চায় না ওভার ব্রিজ।
মানতে চায় না আইন,
সবারই আছে জরুরী।।
আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে ছাত্রলীগের ১০ নির্দেশনা ঘোষণা
রাস্তায় মানুষ, ফুটপাতে দোকান বাড়ি-
আছে সিগন্যাল, নেই বাতি।
একই সাথে যাবে অফিস, ফিরবে বাড়ি,
স্কুল, কলেজ, বাজার সবারই জরুরী।।
[…] রাস্তার সন্ধি জয়নুল আবেদীন রাজু উপ প… […]