বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

রাজধানীতে ভিন্ন ভিন্ন দুর্ঘটনায় ৩ জন নিহত


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ৪, ২০২৩, ৮:১০ পূর্বাহ্ণ
রাজধানীতে ভিন্ন ভিন্ন দুর্ঘটনায় ৩ জন নিহত

রাজধানীতে ভিন্ন ভিন্ন দুর্ঘটনায় ৩ জন নিহত।রাজধানীতে পৃথক দুর্ঘটনায় এক কিশোরসহ তিন জন নিহত হয়েছেন।  

 

নিহতরা হলেন, মো. সাইদুল আলম (৫৫), মো. বুলবুল আহমেদ (১৬) ও মো. মাসুদ (৪০)। নিহত সাইদুল আলম শরীয়তপুর জেলার ডামুড্যা থানার সিকরা গ্রামের এবিএম শফিউল্লার পুত্র এবং বুলবুল নীলফামারী জেলার পলাশপুর থানার রশিদুল ইসলামের পুত্র।

 

পুলিশ বলছে, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর খিলগাঁও বটতলা রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. সাইদুল আলম (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া দু’টার দিকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের পুত্র আশিকুর আলম জানান, তার বাবা মতিঝিল জীবন বীমা করপোরেশন অফিসে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বনগ্রাম এলাকায় ভাড়া থাকতেন।

এদিকে আজ মঙ্গলবার ঢাকা রেলওয়ে বিমানবন্দর (জিআরপি) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. কামরুল ইসলাম বাসস’কে জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বুলবুল আহমেদ বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন কসাইবাড়ি রেলক্রসিং এলাকায় ট্রেনে উঠার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন।

 

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও নিহতের মামাতো ভাই মোসলেম উদ্দিন জানান, বুলবুল এবং মোসলেম কাজের খোঁজে ঢাকায় আসেন। কাজ না পেয়ে বাড়িতে ফেরার পথে গতরাত সাড়ে ৮টার দিকে চলন্ত ট্রেনে চড়তে গিয়ে হঠাৎ বুলবুল নিচে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সাংবাদিকতায় ‘হুজ হু অ্যাওয়ার্ড’ পেলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর হালদার জানান, সোমবার রাতে রাজধানীর আদাবর থানার সুইচ গেট বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় মো. মাসুদ নামে এক ব্যক্তি মারা গেছেন। ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। নিহত মাসুদ ট্রাক চালক ছিলেন। নিহত মাসুদ পরিবার নিয়ে মিরপুরে থাকতেন। তার বাড়ি ভোলায়।

Spread the love
Link Copied !!