যৌন হেনস্তার অভিযোগে মেয়র-কাউন্সিলরের বিরুদ্ধে সংরক্ষিত কাউন্সিলর মিনুর মামলা।চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম, কাউন্সিলর কাজী মনিরের বিরুদ্ধে যৌন হেনস্তা ও ধর্ষণের চেষ্টার ঘটনার অভিযোগে মামলা করেছেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর মিনু আক্তার।
গত ১৫ নভেম্বর চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি আমলে নেয়ার পর ১৬ নভেম্বর বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ৩ আগস্ট হাজীগঞ্জ পৌরসভার মেয়রের কার্যালয়ে মিনু আক্তার অফিসের প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর আনার জন্য গেলে উল্লিখিত মেয়র ও কাউন্সিলর তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করেন। পরে তিনি চিৎকার করে সেখান থেকে বের হয়ে সম্ভ্রম রক্ষা করেন। তবে তারা তাকে ধর্ষণ চেষ্টায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
মিনু আক্তার জানান, এই ঘটনার পর তাকে ও তার পরিবারের সদস্যদের মেয়র ও কাউন্সিলরের লোকজন বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছেন। তিনি ঘটনার পর হাজীগঞ্জ থানায় মামলা করতে গেলে থানা মামলা গ্রহণ করেনি। পরবর্তীতে তিনি বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কাছে তুলে ধরেন। কোন ধরনের প্রতিকার না পেয়ে অবশেষে তিনি চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে মামলা করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভায় ঐতিহ্যবাহী কলরেডি ৩০০ মাইক যশোরে
এই বিষয়ে বক্তব্যের জন্য হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মনিরের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হয়। তারা উভয়ে ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
One Simple Way To Maintain Normal Erections – https://bit.ly/3hPAL5e