দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন; পোষ্টমর্টেম যশোর-৬ কেশবপুর আসনঃযশোর-৬ কেশবপুরে বহিরাগত হটাও ঐক্যে ধরাশায়ী শাহীন চাকলাদার
যশোর-৬ (কেশবপুর) আসনে নৌকা প্রতীকধারী হেভিওয়েট প্রার্থী যশোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীন চাকলাদার পরাজিত হয়েছেন। এই আসনে জয়ী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম ৪৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে সংসদ সদস্য পদে বিজয়ী হয়েছেন। প্রশ্ন উঠেছে নৌকা প্রতীক কেন ফেল করেছে!
স্থানীয় নাগরিক ও ভোটাররা জানান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীন চাকলাদার বিগত ৫ বছর এমপি হিসাবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয়দের অভিযোগ এমপি থাকা কালে শাহীন চাকলাদার ব্যাপক প্রভাব বিস্তার করতে তৎপর ছিলেন। এসময় স্থানীয় আ্ওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, বিভিন্ন পেশাজীবি মানুষ, সাধারন মানুষ ও ভোটারের সাথে তার বড় দুরত্ব সৃষ্টি হয়। আর তাই ভোটাররা ভোটের আগেই বহিরাগত হটাও ঐক্য তৈরি করে। ভোটের ব্যালটে তারা এর জবাবও দেয়। আর তাতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার পরাজয় নিশ্চিত হয়ে যায়।
এর পাশাপাশি জেলা শহর থেকে ক্যাডাররা এসে কেশবপুর আসন এলাকায় নির্বাচনী কাজ করেছে। এই নির্বাচনী ওয়ার্ক ভোটের মাঠে নৌকা মার্কার বিরুদ্ধে বলয় তৈরি হয়। নির্বাচনী কাজের বহিরাগতদের মেনে নেয়নি কেশবপুরবাসী।
প্রসঙ্গত বলা প্রয়োজন যশোরের শাহীন চাকলাদার অনুসারী সকলেই তফশিল ঘোষনার পর থেকে যশোরে-৬ কেশবপুর আসন এলাকায় অবস্থান করেন। এদেরকে স্থানীয়রা ভোটে মোটে মেনে নেয়নি। সেই প্রভাব ফেলেছে ভোটের মাঠে। আর তাতেই হেভিওয়েট প্রার্থী যশোর জেলা আ্ওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীন চাকলাদার পরাজয় নিয়ে মাঠ ছেড়েছেন।
আরও পড়ুনঃযশোর-৪ আসনে বিপুল ভোটে বিজয়ী এনামুল হক বাবুল
যশোরে-৬, নৌকাকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থীর জয়
যশোর-৬ (কেশবপুর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম ৪৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে সংসদ সদস্য পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট।
এ ছাড়া অপর দুই প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন পেয়েছেন ১৭ হাজার ২০৯ ভোট ও জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের জি এম হাসান ৬৪০ ভোট পেয়েছেন।
বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তুহিন হোসেন।
এই আসনে ভোট ভোটার ২ লাখ ১৭ হাজার ৯২৪ ভোট। ভোট কেন্দ্র ৮১টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩১৭। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬ হাজার ৬৫।
বাতিলকৃত ভোটের সংখ্যা ২২৫২।
আজিজুল ইসলাম ৯ হাজার ৬৭৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।
৮১টি কেন্দ্রে ৫০৮টি কক্ষে ভোটগ্রহণ হয়। এর মধ্যে পুরুষ কক্ষ ২৪৩টি। মহিলা কক্ষ ২৬৫টি। এই আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৯১৩ জন। মহিলা ভোটার ১ লাখ ৮ হাজার ১০জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।
আপনার মতামত লিখুন :