যশোর সড়ক পরিবহন সমিতি সভাপতি হাজী সুমন, সম্পাদক আরিফ চাকলাদার । বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির অনুমোদিত যশোর জেলা সড়ক পরিবহন সমিতি নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
নব ঘোষিত এ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী আলমগীর কবির সুমন আর সাধারন সম্পাদক হয়েছেন এএসএম আরিফ চাকলাদার। ২৯ জানুয়ারি রবিবার দুপুর ১টায় শহরের চাঁচড়ায় সীমান্ত পরিবহন বাস মালিক সমিতির কার্যালয়ে নব গঠিত এ সমিতির কমিটি ঘোষনা করেন যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও যশোর জেলা সড়ক পরিবহন সমিতির সিনিয়র সহ সভাপতি মুসলিম আলী।
এসময় আইডিবিএস যশোরের সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া, যশোর মিনিবাস ও বাসমালিক সমিতির সম্পাদক অসীম কুন্ডু, যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু, আইডিবিএস যশোরের সভাপতি দাউদ হোসেন খান, যশোর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক, জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুকে উপদেষ্টা করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষনা করা হয়েছে। মালিক শ্রমিকের সমন্বয় গঠিত যশোর জেলা সড়ক পরিবহন সমিতির নতুন এ কমিটির সহ- সভাপতি মাহমুদুল হাসান তোতা,সরোয়ার আলম,তারেক হোসেন,রোজিবুল সরদার,রফিকুল ইসলাম চান্দু।
আরও পড়ুন: ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধার ও বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার ডিবি পুলিশের
সাধারণ সম্পাদক এ এস এম আরিফ চাকলাদার,যুগ্ম সম্পাদক শাহিন কবির। সহ-সাধারণ সম্পাদক সুব্রত মুখার্জি উজ্জ্বল,ওহিদুজ্জামান পলাশ,বদরুজ্জামান,গোলাম মাওলা, হাফিজুর রহমান। সাংগঠনিক সম্পাদক বিএম লক্ষী সহসাংগঠনিক সম্পাদক শফিউল আলম, কোষাধ্যক্ষ মাসুদ রানা বাবু,দপ্তর সম্পাদক মিরাজ হোসেন,সহ দপ্তর সম্পাদক রাকিবুল আলম জয়,প্রচার সম্পাদক নুরুল হুদা,সহ প্রচার সম্পাদক জসীমউদ্দীন, সদস্য সরিফুর রহমান তারা,হাফিজুর রহমান,আফসার উদ্দিন গাজী, মোহনলাল কুন্ডু,আমির হোসেন,নূর মোহাম্মদ নূরু,গোলাম মোস্তফা,আজমল হোসেন,সালাউদ্দিন মিঠু,শহিদুল ইসলাম,শাহাবুদ্দিন সাহেব, বিপ্লব অধিকারী,নজরুল ইসলাম, অসীম কুমার দত্ত,বাবর আলী গাজী ও মঈন উদ্দিন মোড়ল প্রমুখ।
[…] যশোর সড়ক পরিবহন সমিতি সভাপতি হাজী সুম… […]