যশোর সরকারি এম এম কলেজ পুকুরে মাছের পোনা অবমুক্ত। যশোর সরকারি মাইকেল মধূসূদন মহাবিদ্যালয়ের শেখ কামাল ছাত্রাবাসের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে শহরের পুরাতন কসবাস্থ এলাকায় অবস্থিত পুকুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার পুকুরে পোনা অবমুক্তের উদ্বোধন করেন। কলেজের ছাত্রাবাসের শিক্ষার্থীদের আমিষের চাহিদা পূরণের জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্রিষ্টরা।
আরও পড়ুন: ২৫ কোটি টাকা মূল্যের সরকারি বাড়িতে কে এই আবুল হোসেন
এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বকর সিদ্দিকী, ভুগোলের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুর কাদের, ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর মিজানুর রহমান, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক রাশেদ মো. আব্দুল হেল জাকারিয়া, উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল মোমিন, ভুগোল বিভাগের সহযোগী অধ্যাপক তালেবুল ইসলাম, শেখ কামাল ছাত্রাবাসের হোস্টেল সুপার শাহাদত হোসেন, বাংলা বিভাগের প্রভাষক মেহেদী হাসান। শিক্ষক পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
[…] […]