যশোর ডাবল রেল প্রকল্পের আওতায়। বাংলাদেশ সরকার এবং চীনের সহযোগিতায় দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বাড়াতে জয়দেবপুর-ঈশ্বরদী সিঙ্গেল রেললাইন ডাবল করতে বড় প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন লাইনে মিটার ও ব্রডগেজ উভয় ধরনের ট্রেন চলাচলে ডুয়েলগেজ নির্মাণ করা হবে।
রেলওয়ের প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, জয়দেবপুর-ঈশ্বরদী সেকশন দেশের পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহর হতে ঢাকাকে সংযোগকারী মেইন লাইনের অংশ। এরমধ্যে ঈশ্বরদী একটি গুরুত্বপূর্ণ জংশন, যা হার্ডিঞ্জ ব্রিজ হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনা এবং যশোর, রাজশাহী, রংপুর ও উত্তরাঞ্চলের অন্যান্য শহরেও রেল সেবায় ব্যবহার হচ্ছে। এটি বাংলাদেশে প্রস্তাবিত ট্রান্স-এশিয়ান রেলওয়ে , সার্ক, সাসেক, বিমসটেক ও বিসিআইএম রুটেরও অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
আরও পড়ুনঃ মধুমতী সেতু কালনা পয়েন্টে যা যা থাকছে
সূত্র জানায়, ১৪২৫০ কোটি ৬১ লাখ টাকার ‘জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ’ প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে। এতে জিটুজি চুক্তির আওতায় প্রকল্প সহায়তা বাবদ প্রায় পৌনে ৯০০০ কোটি টাকা দেবে চীন। বাকি টাকা সরকারি কোষাগার থেকে দেয়া হবে।
[…] যশোর ডাবল রেল প্রকল্পের আওতায় […]