জাতীয় পার্টির যশোর জেলা শাখার সম্মেলন ১০ জুন। সম্মেলনের জন্য প্রস্তত হচ্ছে দলের এই অংশের নেতা-কর্মীরা। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু প্রধান অতিথি হিসাবে সম্মেলনে উপস্থিত থাককে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
ব্যাপক তোড়জোড় শুরু করেছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। যশোর জেলা সম্মেলনের দিনক্ষণ চ‚ড়ান্ত হয়েছে। ১০ জুন সেই সম্মেলন ও সাধারন সভার আগে চলতি রমজানে ইফতার পার্টি, এরপর প্রস্ততি সভার আয়োজন করা হয়েছে জেলা আহ্বায়ক কমিটির পক্ষে। পবিত্র ঈদুল ফিতরের পর প্রস্তুতি সভা।
জেলা জাতীয় পার্টির সূত্র জানায়, এখন সভাপতি ও সাধারন সম্পাদক হতে আগ্রহীরা প্রার্থীতা ঠিক ঠাক করছেন। তবে তার আগে সম্মিলিত প্রচেষ্টা দলের চেয়ারম্যানকে সম্মেলনে আনা। সকলেই চাইছেন দলের চেয়ারম্যান জি এম কাদের প্রধান অতিথি হিসাবে যশোর জেলা জাতীয় পার্টির সম্মেলনে পদ অলঙ্কৃত করুক। তবে তিনি সম্মেলনে কম নেতা-কর্মী সমাগম হলে নিশ্চিত থাকবেন না।
দলীয় সূত্র জানায়, সাবেক সভাপতি শরিফুল ইসলাম চৌধুরী সরু, বর্তমান কমিটির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমীন ও এ্যাডভোকেট জহিরুল হক জহির সভাপতি পদের জন্য লড়াই করবেন।
সাধারন সম্পাদক পদের জন্য এখনো পর্যন্ত তিনটি নাম পাওয়া গেছে। এরা হলেন, মুফতি ফিরোজ শাহ, মিনহাজুল আরেফিন ও এম এ হালিম। তবে সাধারন সম্পাদক পদে প্রার্থী সংখ্যা আরো বাড়তে পারে।
আরও পড়ুন: হাফেজ তাকরীম কে অভিনন্দন: সৈয়দ আহমদ শফী আশরাফী
সম্মেলনের প্রস্ততি হিসাবে আগামী ২৩ রোযায় যশোরে জাতীয় পার্টির ইফতার আয়োজন করা হয়েছে। মুজিব সড়কস্থ চাই পাই মিনি চায়নিজ রেষ্টুরেন্টে এই ইফতার পার্টির আয়োজন হবে। পবিত্র ঈদুল ফিতরের পর প্রস্তুতি সভার আয়োজন করেছে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি।
[…] যশোর জেলা জাতীয় পার্টির সম্মেলন ১০ জু… […]