বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

যশোর কম্যুনিটি পুলিশিং কমিটি সাধারন সম্পাদক কে নিয়ে বিষোদাগার


মালিকুজ্জামান কাকা, যশোর
প্রকাশের সময় : মে ১১, ২০২৩, ৬:২২ অপরাহ্ণ
যশোর কম্যুনিটি পুলিশিং কমিটি সাধারন সম্পাদক কে নিয়ে বিষোদাগার

যশোর ৫নং ওয়ার্ডে কম্যুনিটি পুলিশিং কমিটি সাধারন সম্পাদক কে নিয়ে বিষোদাগার। যশোর শহরের বিভিন্ন এলাকায় গঠন করা হয়েছে বিভিন্ন সামাজিক কমিটি। রয়েছে আঞ্চলিক চাঁদাবাজি, সন্ত্রাসী, সুদে ব্যবসা বন্ধে কম্যুনিটি পুলিশিং কমিটিও। কিন্ত জনগনের অভিযোগ এসব কমিটির বেশিরভাগ বিভিন্ন অপতৎপরতা বা অপকর্মে জড়িত। অসামাজিক মানুষজন বিভিন্ন তদবিরের মাধ্যমে এসব কমিটিতে পদ দখল করে নানা অপকর্মে লিপ্ত। স্বর্ণলতা.নিউজ জনগনের যথাযথ চাহিদা ও অভিযোগের ভিত্তিতে এসব কমিটির অপতৎপরতা ধারাবাহিক প্রকাশ করছে।

চোরমারাদিঘী আদর্শপাড়া ও ডালমিল মহল্লা কম্যুনিটি পুলিশিং কমিটি যশোর শহরের ঘনবসতিপূর্ন চোরমারা দিঘী, আদর্শপাড়া ও ডালমিল পশ্চিম পাড়া কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক কে জনমনে তীব্র বিষোদাগার। একজন ছিনতাইকারী ও সাজাপ্রাপ্ত হয়েও কিভাবে সে সামাজিক নেতৃত্বদানকারী এই গুরুত্বপূর্ন পদটি দখল করেছেন ও তা বহাল রেখেছেন তা নিয়ে তীব্র আলোচনা সমালোচনা সর্বত্র। বিশেষ করে ঐ এলাকায় সরকারি চাকুরিজীবি, শিক্ষক, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জৈষ্ঠ লোকজন থাকতেও কিভাবে এই কমিটিতে সে সাধারন সম্পাদক হয়েছে তা নিয়ে জোর আলোচনা সমালোচনা সর্বত্র।

সরেজমিনে জানা যায়, কবছর আগে মহল্লার মঙ্গলের স্বার্থে ঐ এলাকার লোকজন একটি শান্তি কমিটি করেন। পরে পুলিশিং কমিটিতে তা রুপান্তর হয়। এই কমিটির সাধারন সম্পাদক হয়েছেন জনৈক শাহাজাদা নেওয়াজ। স্থানীয়রা জানান, তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। তাছাড়া একটি ছিনতাই মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী কিভাবে কম্যুনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদকের দায়িত্ব পায় তা বোধগম্য নয়।

অভিযোগে একজন সরকারি কর্মকর্তা বলেন, এলাকাটি কেমন যেন। সমাজবিরোধীরা সেখানে সামাজিক পদ দখল করে আছে। তাছাড়া এখানে যেন ঘরে ঘরে অবৈধ সুদে ব্যবসা হয়। শুনেছি ঐ সুদে কারবারিদের সাথে এই কম্যুনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক শাহাজাদার বেজায় সম্পর্ক। তাছাড়া সর্বশেষ পৌর নির্বাচনে তার ১০ বছর সাজা খাটার তথ্য গোপন করে সে যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছিল। কিভাবে তা সম্ভব তা আমার বোধগম্য নয়।

চাঁচড়া ফাঁড়ির একজন পুলিশ কর্মকর্তা বলেন, কম্যুনিটি পুলিশিং কমিটি চাঁদা উঠাতে পারেনা। কিন্ত চোরমারা দিঘী, আদর্শপাড়া ও ডালমিল পশ্চিম মহল্লা কমিটি এই অনৈতিক কাজটি করছে। এজন্য তাদের সতর্কও করা হয়েছে। তবে এখনো যদি টাকা উঠানো বন্ধ না করে তবে শীঘ্রই পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহন করা হবে। যশোর পৌরসভার একজন নারী নেত্রী বলেন, শাহাজাদা নেওয়াজ ও জনৈক মিন্টুকে কবছর আগে চুরির দায়ে বারান্দীপাড়াস্থ সিডিএফ কার্যালয়ে হাতে নাতে ধরে বেঁধে রাখা হয়েছিল। সেই শাহাজাদা কিভাবে কম্যুনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদকের মত গুরুত্বপূর্ন পদ দখল করতে পারে তা বোধগম্য নয়।

আরও পড়ুন: উন্নয়নে অপূর্ব বাংলাদেশ

যশোর কেন্দ্রীয় কারাগারের একজন কর্মকর্তা বলেন, যশোর কোতয়ালি থানার চোরমারা দিঘীর পাড় মহল্লার শাহাজাহানের পুত্র শাহাজাদা ছিনতাই মামলায় ১০ বছর সাজা খেটেছেন। সম্ভবত ঐ মামলার বাদি ছিলেন তৎকালীন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট শরীফ আব্দুর রাকিবের ভাই রবি।

সাবেক আওয়ামীলীগ নেতা শরীফ আব্দুর রাকিবের স্বজন জানান, শাহাজাদা সেসময় যশোর সরকারি এম এম কলেজ বিএনপি ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ছিল। এরা পরিকল্পিত ভাবে রবি ভাইয়ের কাছ থেকে ছিনতাই করেছিল। তবে ভোল পাল্টে সে আওয়ামীলীগ সেজেছে শুনেছি কিন্ত তা বিশ্বাসযোগ্য নয়।

 

Spread the love
Link Copied !!