যশোরে বিদেশী পিস্তলসহ ইছালীর প্রিন্স আটক। যশোরে বিদেশী পিস্তলসহ ইছালীর প্রিন্সকে আটক করেছে ডিবি পুলিশ। নাজমুল হোসেন প্রিন্স যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের যোগী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ জানায়, ডিবির এসআই শামীম হোসেনের নেতৃত্বে একটি টিম বুধবার রাত নয়টা ২০ মিনিটে উপশহর এলাকার তার ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে প্রিন্সকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। একই সাথে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুনঃ তুরিনোর দশ জনের কাছে হেরে বিদায় এসি মিলানের
এই অভিযানে এএসআই (নিঃ) রঞ্জন কুমার বসু, কন: আব্দুল বাতেন, কন: নাজমুল খান, কন: শামসুজ্জোহা ও কনষ্টেবল মিটুল হোসেনদের সমম্বয়ে একটি চৌকশ টিম অংশ গ্রহন করে।
এ বিষয়ে ডিবির এসআই শামীম হোসেন জানান, তার বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এ অস্ত্রের উৎস খোজা হচ্ছে। অস্ত্র উদ্ধার বিষয়ে কোতয়ালী মডেল থানার মামলা নং-২৪, তাং- ১২/০১/২৩.
[…] […]