বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

যশোরে ‘নাইট কুইনে’ মজলে খোয়াবে মোবাইল, মানিব্যাগ ও সম্মান


মালিকুজ্জামান কাকা, যশোর
প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৩, ৩:২৭ অপরাহ্ণ
যশোরে ‘নাইট কুইনে’ মজলে খোয়াবে মোবাইল, মানিব্যাগ ও সম্মান

যশোরে ‘নাইট কুইনে’ মজলে খোয়াবে মোবাইল, মানিব্যাগ ও সম্মান। যশোরে শহরের রাস্তায় রাতের আঁধারে চলার পথে কোনো নারীর ছলনার ফাঁদে পা দিলেই পড়তে হবে বিপদে। শুধু মোবাইল মানিব্যাগ নয়, খোয়াতে হতে পারে সম্মানও।

সম্প্রতি এমন ঘটনা সংঘটিত হয়েছে যশোরের শহরের অন্ধকার ও অরক্ষিত জায়গাগুলোতে। শহরের বেশ কয়েকটি স্থানে রাতে আধারে শোভা পায় ‘নাইট কুইন’ নামে একটি ছিনতাইকারী দল। নারী ও তৃতীয় লিঙ্গের কয়েকজন মিলে গড়া দলটি রাতের পথচারীদের আকৃষ্ট করতে নানা অঙ্গভঙ্গিমা করে। তাদের অঙ্গভঙ্গিতে যারা মজেছে তারাই পড়েছে বিপদে। তবে সম্মান বাঁচাতে এসব নিয়ে আর উচ্চ বাচ্য না করে নীরবেই ঘটনা হজম করে নেন অনেকে।

ভুক্তভোগী ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রাত ১২টা পার হলেই যশোর শহরের জনবহুল রাস্তার অনেক জায়গা অন্ধকার হয়ে যায়। অন্ধকার ও অরক্ষিত স্থানগুলোর একটি ঐতিহ্যবাহী মুন্সি মেহেরুল্লাহ ময়দান সংলগ্ন এলাকা। ইনস্টিটিউট মার্কেট বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে হাজির হন কয়েকজন, নাইট কুইন্#৩৯; দলের সদস্য। নাইট কুইনদের দলে তাল মিলিয়ে সেখানে আসে কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষও। নারীর সাজে সেখানে এসে নানা অঙ্গভঙ্গিমায় পথচারীদের আকৃষ্ট করে। তারপর কাউকে পেলেই তারা ধরে নিয়ে যায় ইনস্টিটিউট গণশৌচাগারের মধ্যে।

সেখানে ফাঁদে পড়াদের খোয়াতে হয় মানিব্যাগ মোবাইলসহ সবকিছু। লোকলজ্জায় এসব প্রকাশ না করে ভুক্তভোগীরা নীরবে কেটে পড়েন। অভিযোগ রয়েছে, সহজে কার্যসিদ্ধি না হলে নাইট কুইনরা ধারালো অস্ত্রও বের করে সবকিছু হাতিয়ে নেন।

আরও জানা গেছে, গভীর রাতে বিশেষ প্রয়োজনে ইনস্টিটিউটের দক্ষিণ পাশের পকেট গেট দিয়ে কেউ দড়াটানা যাওয়ার উদ্দেশ্যে এলে তাকেও ওই ছিনতাইকারীরা চাকু ঠেকিয়ে নিয়ে নেয় সব কিছু। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ইনস্টিটিউটের পশ্চিম পাশের গেটে মার্কেটের একজন নৈশ প্রহরী দায়িত্ব পালন করেন। পাশাপাশি ইনস্টিটিউট ভবনের সামনেও থাকেন একজন নৈশ প্রহরী।

আরও পড়ুন: যশোরে বাংলা বর্ষবরণে ব্যাপক তোড়জোড়

পরিস্থিতির কারণে তারা নীরব থাকতে বাধ্য হন। এ সব নাইট কুইনদের ব্যাপারে অনেকেই অবগত আছে, কিন্তু কেউ ব্যবস্থা নেয় না। নাম প্রকাশে অইচ্ছুক এক নৈশ প্রহরী বলেন, খারাপ মেয়ে-ছেলেরা ইনস্টিটিউটের এলাকায় খারাপ কাজ করে। আমরা কিছু বললেই আমাদের হুমকি-ধামকি দেন। ক্ষতি করার ভয় দেখাই।’

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, এমনটি ঘটছে কিনা তা আমার জানা নেই। তবে ঘটলে অবশ্যই দলটির ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Spread the love
Link Copied !!