যশোরে ‘নাইট কুইনে’ মজলে খোয়াবে মোবাইল, মানিব্যাগ ও সম্মান। যশোরে শহরের রাস্তায় রাতের আঁধারে চলার পথে কোনো নারীর ছলনার ফাঁদে পা দিলেই পড়তে হবে বিপদে। শুধু মোবাইল মানিব্যাগ নয়, খোয়াতে হতে পারে সম্মানও।
সম্প্রতি এমন ঘটনা সংঘটিত হয়েছে যশোরের শহরের অন্ধকার ও অরক্ষিত জায়গাগুলোতে। শহরের বেশ কয়েকটি স্থানে রাতে আধারে শোভা পায় ‘নাইট কুইন’ নামে একটি ছিনতাইকারী দল। নারী ও তৃতীয় লিঙ্গের কয়েকজন মিলে গড়া দলটি রাতের পথচারীদের আকৃষ্ট করতে নানা অঙ্গভঙ্গিমা করে। তাদের অঙ্গভঙ্গিতে যারা মজেছে তারাই পড়েছে বিপদে। তবে সম্মান বাঁচাতে এসব নিয়ে আর উচ্চ বাচ্য না করে নীরবেই ঘটনা হজম করে নেন অনেকে।
ভুক্তভোগী ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রাত ১২টা পার হলেই যশোর শহরের জনবহুল রাস্তার অনেক জায়গা অন্ধকার হয়ে যায়। অন্ধকার ও অরক্ষিত স্থানগুলোর একটি ঐতিহ্যবাহী মুন্সি মেহেরুল্লাহ ময়দান সংলগ্ন এলাকা। ইনস্টিটিউট মার্কেট বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে হাজির হন কয়েকজন, নাইট কুইন্#৩৯; দলের সদস্য। নাইট কুইনদের দলে তাল মিলিয়ে সেখানে আসে কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষও। নারীর সাজে সেখানে এসে নানা অঙ্গভঙ্গিমায় পথচারীদের আকৃষ্ট করে। তারপর কাউকে পেলেই তারা ধরে নিয়ে যায় ইনস্টিটিউট গণশৌচাগারের মধ্যে।
সেখানে ফাঁদে পড়াদের খোয়াতে হয় মানিব্যাগ মোবাইলসহ সবকিছু। লোকলজ্জায় এসব প্রকাশ না করে ভুক্তভোগীরা নীরবে কেটে পড়েন। অভিযোগ রয়েছে, সহজে কার্যসিদ্ধি না হলে নাইট কুইনরা ধারালো অস্ত্রও বের করে সবকিছু হাতিয়ে নেন।
আরও জানা গেছে, গভীর রাতে বিশেষ প্রয়োজনে ইনস্টিটিউটের দক্ষিণ পাশের পকেট গেট দিয়ে কেউ দড়াটানা যাওয়ার উদ্দেশ্যে এলে তাকেও ওই ছিনতাইকারীরা চাকু ঠেকিয়ে নিয়ে নেয় সব কিছু। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ইনস্টিটিউটের পশ্চিম পাশের গেটে মার্কেটের একজন নৈশ প্রহরী দায়িত্ব পালন করেন। পাশাপাশি ইনস্টিটিউট ভবনের সামনেও থাকেন একজন নৈশ প্রহরী।
আরও পড়ুন: যশোরে বাংলা বর্ষবরণে ব্যাপক তোড়জোড়
পরিস্থিতির কারণে তারা নীরব থাকতে বাধ্য হন। এ সব নাইট কুইনদের ব্যাপারে অনেকেই অবগত আছে, কিন্তু কেউ ব্যবস্থা নেয় না। নাম প্রকাশে অইচ্ছুক এক নৈশ প্রহরী বলেন, খারাপ মেয়ে-ছেলেরা ইনস্টিটিউটের এলাকায় খারাপ কাজ করে। আমরা কিছু বললেই আমাদের হুমকি-ধামকি দেন। ক্ষতি করার ভয় দেখাই।’
কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, এমনটি ঘটছে কিনা তা আমার জানা নেই। তবে ঘটলে অবশ্যই দলটির ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
[…] […]