যশোরে দর্জি শ্রমিক ধর্মঘট প্রত্যাহার। যশোর বড় বাজারের দর্জি শ্রমিকরা ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছেন। রবিবার দর্জি শ্রমিকরা জানালেন, তাদের দর্জি বা টেইলার্স মালিকরা ন্যায্য পাওনা বঞ্চিত ছিলেন। এ কারনে শতাধিক দর্জি শ্রমিক এখন রোযার শুরুতে পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়ে যান। অবশেষে মালিক শ্রমিক সফল আলোচনার পর শনিবার থেকে শ্রমিকরা আবারো কাজে ফিরেছেন।
যশোর বড় বাজার দর্জি শ্রমিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম বলেন, মালিক পক্ষ তাদের দাবিকে মোটামুটি গ্রহন করেছেন। তারা প্রতি কাজে পিচ প্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছেন। এটি মেনে নিয়ে ঐদিনই
সকল শ্রমিক কাজে ফিরেছে।
যশোর বড় বাজার দর্জি শ্রমিক সমিতির সেক্রেটারী আহাদুর রহমান বলেন, শতাধিক দর্জি শ্রমিক যারা প্রমীলা বিভাগের কাজে সম্পৃক্ত এরা এখন চরম দুর্দিনে পতিত হয়েছিলেন। গত শনিবার থেকে তারা কর্ম
বিরতি পালন শুরু করেন। এক সপ্তাহ আন্দোলনের পর তারা গত শনিবার আবারো কাজে ফিরেছেন।এর আগে সর্বশেষ সোমবার দুপুরে শতাধিক দর্জি শ্রমিক শহরের লাল দিঘীর পাড়ে সমবেত হন।
সেখানে তারা বলেন, তারা দর্জি শ্রমিকের লেডিস বিভাগের শ্রমিক। এখন তারা সালোয়ার কামিজ ৯৫ টাকা, বøাউজ ৮৫ টাকা, প্লেন বøাউজ ৬৫ টাকা, বোরকা এমনি ভাবে প্রায় ১০০ টি আইটেম রয়েছে যার প্রতিটিতে ২০/২৫ টাকা বাড়ানোর মানবিক আবেদন ছিল তাদের। অবশেষে পিচপ্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় তারা তা মেনে নিয়ে কাজে ফিরেছেন। আপাতত: আর কোন আন্দোলন বা আল্টিমেটামের চিন্তাভাবনা নেই।
আরও পড়ুন: ডা: লিটুর নেতৃত্বে সংস্কার ও উন্নয়ন প্যানেল মনোনয়ন জমা
দর্জি শ্রমিকরা বলেন, আমরা বোরকা ১২০ টাকা, সালোয়ার কামিজ ১১৫ টাকা, প্লেন বøাউজ ৯০ টাকা, প্লেন বøাউজ ৯৫ টাকা দাবি করেছিলাম। বর্তমানের অতিরিক্ত পণ্য মূল্যের সময়ে এটি খুবই যৌক্তিক
দাবি। আপাতত: মালিক পক্ষ যে ১৫ টাকা বৃদ্ধি করেছে তাতে আমরা বেজায় খুশি।
[…] […]