যশোরে জাগরণী দিবস উদযাপন। ‘উন্নয়নের অগ্রযাত্রায় ৪৮ বছর’ এ প্রতিপাদ্য নিয়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোরে সোমবার ২০২৪ সালের প্রথম দিন ১লা জানুয়ারি উদযাপিত হয়েছে জাগরণী দিবস। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে সংস্থার চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
এই র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ আবরাউল হাছান মজুমদার। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিষ্ঠান চত্বরে গিয়ে শেষ হয়। এরপর কেককাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজু, উপ-নির্বাহী পরিচালক মেরিনা আখতার, মাইক্রো ফিন্যান্স পরিচালক আজিজুল হক, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাসসহ জাগরণী চক্র ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
জাগরণী দিবস বিষয়ে সংস্থার প্রতিষ্ঠাতা আজাদুল কবির আরজু বলেন, প্রথমে স্থানীয়, পরে জাতীয় পর্যায়ে কাজ শুরু করি আমরা। অনেক চড়াই উতরাই পেরিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশন আজ এ পর্যায়ে পৌঁছেছে। প্রতিষ্ঠানের কর্মপরিধি আরও বাড়ানো হবে। দেশ ও জাতির কল্যাণে নতুন নতুন পরিকল্পনা নিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশন আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক (কর্মসূচি) কাজী মাজেদ নওয়াজ।
বই উৎসবে যশোরের ৫০ লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই
নতুন বছর, নতুন ক্লাস। সেইসঙ্গে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত যশোরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বই উৎসবের মাধ্যমে জেলার ৫০ লাখ ২০ হাজার ৭৯১জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া বিনামূল্যের নতুন পাঠ্যপুস্তক। বই পেয়ে তারা বেজায় খুশি। আর তাদের হাতে বই তুলে দিয়ে সন্তুষ্ট সংশ্লিষ্ট কর্মকর্তারাও।
২০২৪ নতুন বছরের প্রথমদিন সোমবার (১ জানুয়ারি) সকাল ৯টায় যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে বই উৎসবের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
এ সময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, যশোরে এ বছর প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৩ লাখ ৩৯ হাজার ৫৫১ পিস বইয়ের চাহিদা ছিল। তার শতভাগ হাতে পেয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। আর মাধ্যমিক পর্যায়ে ৩৬ লাখ ৮১ হাজার ২৪০ পিস বইয়ের চাহিদা ছিল। এরমধ্যে অষ্টম-নবম শ্রেণির ইংরেজি বই বাদে সব বই এসে পৌঁছেছে। বছরের প্রথম দিনে সেসব বই তুলে দেয়া হয়েছে শিক্ষার্থীদের হাতে। আর নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, ‘বছরের প্রথম দিন বই পেয়ে আমি খুব খুশি। নতুন বইয়ের ঘ্রাণ নেব এবং নতুন নতুন গল্পগুলো বাসায় যেয়ে পড়বো। বছরের প্রথম দিন বই দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
শিক্ষার্থী জিয়াউল আহসান বলেন, ‘বই নেয়ার জন্য সকাল সকাল স্কুলে এসেছি। বই হাতে পেয়ে খুব ভালো লাগছে। বাসায় যে নতুন বই গুলো খুলে দেখবো। নতুন বইয়ের গল্পগুলো পড়বো।’
শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
তিনি বলেন, ‘সরকার বিনামূল্য প্রতিবছর শিক্ষার্থীদের বই পৌঁছে দেয়। এ বছরও সারাদেশে ৩০ কোটি বই বিতরণ করা হচ্ছে। যশোরের প্রাথমিক ও মাধ্যমিকের প্রায় শতভাগ বই চলে এসেছে। আজ আমরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে সন্তুষ্ট। তবে অল্প সংখ্যক যে বই আসেনি তা দ্রুতই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হবে।’
এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। পরে যশোর জিলা স্কুল, কালেক্টরেট স্কুল ও নবকিশলয় স্কুলে শিক্ষার্থীদের হাতেও বই তুলে দেন তিনি।
ঝিকরগাছায় শিক্ষার্থী উচ্ছ্বাসে নতুন বই উৎসব
ইংরেজি নববর্ষ-২০২৪ এর প্রথম দিনে যশোরের ঝিকরগাছা উপজেলায় নতুন বই উৎসবের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। উপজেলা প্রশাসন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এমএল) হাই স্কুলে অনুষ্ঠিত বই উৎসবে প্রাথমিক স্তরে শিশু থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৩১ হাজার, মাধ্যমিক স্তরে মাধ্যমিক ১৯ হাজার ২০০, দাখিল ৫ হাজার ৪৭৫ ও এবতেদায়ী ৪ হাজার ৪৫০ শিক্ষার্থী নতুন বই পেয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে উপজেলা প্রশাসনের বই উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।
এসময় তিনি বলেন, নতুন বছরে, নতুন প্রজন্ম নতুন বইয়ের ঘ্রানে সকল শিক্ষার্থী এই ২০২৪ সালকে বরণ করে নিয়ে রঙ্গীন করে তুলবে। আশাকরি সরকারের বাস্তবমুখি এই পদক্ষেপের উপর বছরের প্রথমদিনেই আমাদের কোমলমতি শিক্ষার্থীরা স্বপ্ন দেখতে পারবে। আমাদের শিক্ষার্থীদের জন্য শুভ কামনা। আর সরকারের এই পদক্ষেপের জন্য ধন্যবাদ।
আরও পড়ুনঃ নৌকা প্রতীকে ভোট করায় মুঠোফোনে হত্যার হুমকি, থানায় জিডি
অপরদিকে সাড়ে ১০টায় ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এমএল) হাই স্কুল প্রঙ্গণে ইংরেজি নববর্ষের প্রথম দিনে ১লা জানুয়ারী ২০২৪ এ শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বই উৎসবের মধ্যদিয়ে শ্রেণির পাঠ্যবই বিতরণ করেছেন প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ।
এসময় তিনি বলেন, এবারের সরকারের নতুন কারিকুলামের উপর শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়, প্রতিযোগিতা নিজের সাথে, সহযোগিতা সবার সাথে। আমার শিক্ষার্থীরা সর্বদাই ভালো ফলাফল করে। আমি আশাকরি নতুন বছরে পূর্বের ন্যায় আরো ভালো ফলাফল অর্জন করবে। ইনশাল্লাহ।
উক্ত সময়ের পৃথক আয়োজনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস, ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এমএল) হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আফরোজা খানম, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, স্বপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস সহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। তারা আনন্দের সাথে বই পড়তে শুরু করে। অনেক শিক্ষার্থী নতুন বই নিয়ে বাড়িতে চলে যায়।
শিক্ষার্থীরা নতুন বই পেয়ে তাদের শিক্ষকদের ধন্যবাদ জানান। তারা বলেন, নতুন বই পেয়ে আমরা খুবই খুশি। আমরা নতুন বইয়ের মাধ্যমে নতুন জ্ঞান অর্জন করব।
আপনার মতামত লিখুন :