মেট্রোরেলে প্রথম টিকিট কেটে যাত্রী হলেন প্রধানমন্ত্রী। স্বপ্ন থেকে এখন বাস্তবে মেট্রোরেল। দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধনের দিনে টিকিট কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম যাত্রী হলেন।
প্রথম দিনে মেট্রোরেলে প্রধানমন্ত্রীর সঙ্গী ছিলেন দুই শতাধিক যাত্রী। তাদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী, মসজিদের ইমাম, পোশাক কর্মী, রিকশা চালক, সবজি বিক্রেতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, ব্যবসায়ী আর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
আমন্ত্রিত অতিথিদেরও টিকিট কেটে মেট্রোরেলে উঠতেছে হয়েছে।
মেট্রোরেলে চড়ে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও আসছেন প্রধানমন্ত্রী। ওই ট্রেনের চালক মরিয়ম আফিজা।
এরআগে, বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনের কনকোর্স লেভেলের টিকিট অফিস মেশিন (টিওএম) থেকে ৫০০ টাকা পরিশোধ করে প্রধানমন্ত্রী এআরটি পাস কিনেন। একইসঙ্গে ছোট বোন শেখ রেহানাও একটি পাস নেন। প্রধানমন্ত্রী মোট এক হাজার টাকা পরিশোধ করেন।
আরও পড়ুন: মেট্রোরেল উদ্বোধন বাংলাদেশের উন্নয়নে আরেকটি মাইলফলক : প্রধানমন্ত্রী
টিকিট কেটে প্লাটফর্মে প্রবেশের আগে প্রধানমন্ত্রী দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন প্রাঙ্গণে একটি তেঁতুল গাছের চারা রোপণ করেন।
তার আগে, বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা ১৫ নম্বর সেক্টরের খেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে অংশগ্রহণ করেন। সুধী সমাবেশের শুরুতে সেখানেও তিনি দেশের প্রথম মেট্রোরেল- এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।
উদ্বোধন কেন্দ্র করে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত পুরো এলাকা ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তা চাদরে।
আপনার মতামত লিখুন :