বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

মেঘনায় পুলিশের ওপর হামলা: ৩১২ জেলেকে আসামি করে মামলা করা হয়


নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২২, ৮:৫৫ অপরাহ্ণ
মেঘনায় পুলিশের ওপর হামলা: ৩১২ জেলেকে আসামি করে মামলা করা হয়

বরিশালের মেঘনা নদীতে মা ই‌লিশ সংরক্ষণ অ‌ভিযা‌নে পুলিশ ও মৎস্য কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ৩১২ জেলেকে আসামি করে মামলা করা হয়েছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া বন্ধন টিভিকে জানান, বুধবার (১২ অক্টোবর) বিকেলে বরিশালের মেঘনা নদীর হিজলা লঞ্চঘাট থেকে মা ইলিশ রক্ষায় অভিযানে গেলে জেলেদের হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশসহ ২০ জন আহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপু‌রে করা মামলায় ১২ জন নামধারী ও অজ্ঞাতনামা আরও তিনশ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং হামলা করে গুরুতর ও সাধারণ জখম করার অভিযোগ আনা হয়েছে।

হিজলা থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা ক‌রেন। হামলার পর নামধারী নয় আসামিকে গ্রেফতার, একটি ট্রলার ও জাল জব্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:  খাগড়াছড়ি জেলা পরিষদ ভবনের ছাদ ধসে, ২জন নিহত

হিজলা উপজেলার সিনিয়র মৎস অফিসার এমএম পারভেজ বলেন, ‘বুধবার (১২ অক্টোবর) বিকেলে হিজলা লঞ্চঘাট থেকে থানা পুলিশের ১৬ জন সদস্য নিয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু করি। টিম নিয়ে রাতে মেঘনা নদীর মাঝামাঝি এলাকার খালিশপুরে পৌঁছাই। তখন আমরা দেখি অসংখ্য নৌকা দিয়ে মা ইলিশ শিকার চলছে। তখন একটা নৌকাকে ধাওয়া করি। এ সময় হঠাৎ নৌকায় থাকা জেলেরা আমাদের ওপর বাঁশ ও লাঠি দিয়ে হামলা শুরু করে। হামলায় যোগ দিতে আশপাশের নৌকাগুলোও আসতে শুরু করে। এ সময় পুলিশ সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে হামলাকারী নৌকার নয়জন জেলেকে আটক করা হয়। এ সময় নৌকা ও জাল জব্দ করা হয়। হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহতসহ ১৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমিসহ মৎস্য অধিদফতরের চার কর্মচারী সবাই কমবেশি আহত হয়েছি। গুরুতর আহত পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া বাকি সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

বরিশালের মেঘনা নদীতে মা ই‌লিশ সংরক্ষণ অ‌ভিযা‌নে পুলিশ ও মৎস্য কর্মকর্তার ওপর হামলার ঘটনায় ৩১২ জেলেকে আসামি করে মামলা করা হয়েছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া বন্ধন টিভিকে জানান, বুধবার (১২ অক্টোবর) বিকেলে বরিশালের মেঘনা নদীর হিজলা লঞ্চঘাট থেকে মা ইলিশ রক্ষায় অভিযানে গেলে জেলেদের হামলায় উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশসহ ২০ জন আহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপু‌রে করা মামলায় ১২ জন নামধারী ও অজ্ঞাতনামা আরও তিনশ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং হামলা করে গুরুতর ও সাধারণ জখম করার অভিযোগ আনা হয়েছে।

হিজলা থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা ক‌রেন। হামলার পর নামধারী নয় আসামিকে গ্রেফতার, একটি ট্রলার ও জাল জব্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:কমলাপুরের লোকাল ট্রেনে গণধর্ষণের শিকার কিশোরী

 

হিজলা উপজেলার সিনিয়র মৎস অফিসার এমএম পারভেজ বলেন, ‘বুধবার (১২ অক্টোবর) বিকেলে হিজলা লঞ্চঘাট থেকে থানা পুলিশের ১৬ জন সদস্য নিয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু করি। টিম নিয়ে রাতে মেঘনা নদীর মাঝামাঝি এলাকার খালিশপুরে পৌঁছাই। তখন আমরা দেখি অসংখ্য নৌকা দিয়ে মা ইলিশ শিকার চলছে। তখন একটা নৌকাকে ধাওয়া করি। এ সময় হঠাৎ নৌকায় থাকা জেলেরা আমাদের ওপর বাঁশ ও লাঠি দিয়ে হামলা শুরু করে। হামলায় যোগ দিতে আশপাশের নৌকাগুলোও আসতে শুরু করে। এ সময় পুলিশ সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে হামলাকারী নৌকার নয়জন জেলেকে আটক করা হয়। এ সময় নৌকা ও জাল জব্দ করা হয়। হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহতসহ ১৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমিসহ মৎস্য অধিদফতরের চার কর্মচারী সবাই কমবেশি আহত হয়েছি। গুরুতর আহত পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া বাকি সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

Spread the love
Link Copied !!