বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

মুজিব সড়কে রাজিব-আরাফাত গং বেপরোয়া


মালিকুজ্জামান কাকা, যশোর
প্রকাশের সময় : জানুয়ারি ২৯, ২০২৩, ১:৪৪ অপরাহ্ণ
মুজিব সড়কে রাজিব-আরাফাত গং বেপরোয়া

মুজিব সড়কে রাজিব-আরাফাত গং বেপরোয়া । রাজিব-আরাফাত গং আরো বেপরোয় হয়ে পড়েছে। কিছুতেই তারা দমছে না।

পত্র পত্রিকায় এই চক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ, থানায় অভিযোগের পরও এসব থোড়াই কেয়ার করছে চক্র দুই প্রধান। মাদকাসক্ত এই চক্রটির কারনে এলাকায়ও মানুষ অশান্তিতে। এসব অভিযোগে একাকার এলাকাবাসী তাদের আটকে আইন শৃঙ্খলা বাহিনী তথা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, একটি চাঁদাবাজ চক্র যশোর শহরের মুজিব সড়কে ব্যবসায়ীদের জিম্মী করে ব্যাপক চাঁদাবাজি করছে। দীর্ঘদিন ধরে এই চক্রটি চাঁদাবাজি মাস্তানি করলেও কেউ তাদের অপকর্মেও কোন প্রতিবাদ করেনা। সুষ্ঠ ব্যবসার স্বার্থে ব্যবসায়ীরা কোন টু শব্দ করেনা। সম্প্রতি একজন ভূক্তভোগী ওমর আল জাবীর কোতয়ালী মডেল থানায় ঐ চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

মিশনপাড়ার রাজা মিস্ত্রীর পুত্র রাজিব (৩৫) ও আরাফাত (২৫) এই চক্রটির নেতৃত্বে দিয়েছে। শহরের রেলগেটের হাফিজুর রহমানের পুত্র ওমর আলী জাবীর (২৭) মুজিব সড়কে কাপড় ব্যবসায়ী। এছাড়া তাদের মার্কেট রয়েছে। সেখান থেকে ভাড়া উঠানোর দায়িত্ব এই জাবীরের। গত ১৫ জানুয়ারি রাত ৯টার দিকে রাইস দোকানে পৌছালে রাজিব, আরাফাতসহ আরো কয়েকজন সেখানে হাজির হয়ে এক লাখ টাকা দাবি করে।

কিসের টাকা জিজ্ঞাসা করিলে তারা জানায় এটা চাঁদার টাকা। তা দিতে রাজি না হওয়ায় রাজিব-আরাফাতসহ তাদের সহযোগীরা জাবীরকে আঘাত করিয়া ফেলে দেয়। এসময় রাজিব জাবীরের পকেটে থাকা নদন ১০ হাজার টাকা জোরপূর্বক কেড়ে নেয়। বাকি টাকার জন্য এসময় চাপাচাপি সৃস্টি করে। স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে টাকা না দিলে জাবীরকে খুন করার হুমকি দিয়ে রাজিব ও তার সহযোগীরা চলে যায়।

পরদিন ওমর আল জাবীর কোতয়ালী মডেল থানায় অভিযোগ করে। ঘটনাটি পত্র পত্রিকায় প্রকাশ হলে তেলে বেগুনে জ্বলে ওঠে রাজিব- আরাফাত। তাদের পক্ষের ক্যাডাররা মুখ ঢাকা টুপি পরে মুজিবসড়কের একজন ব্যবসায়ীকে রাত পৌনে ১০টার দিকে গাছিদা, রামদা বার্মিজ চাকু নিয়ে তাড়া করে। মোটর সাইকেলে দ্রুত টেনে বেরিয়ে যেতে পারায় ঐ ব্যবসায়ির ক্ষয়ক্ষতি হয়নি।

এসব নিয়ে মুজিব সড়কে তুমুল উত্তেজনা বিরাজ করছে বলে ব্যবসায়ীরা মতামত প্রকাশ করেছে। কোতয়ালী থানার এসআই রফিকুল ইসলাম বুধবার ঘটনাস্থল ও আসামীদের বাড়ি অভিযোগের তদন্তে যায়। তবে তাদের বাড়ি পাওয়া যায়নি। এদিকে মুজিব সড়কের ব্যবসায়ীরা নাম না প্রকাশের স্বার্থে জানায়, দীর্ঘদিন ধরে ঐ চক্রটি চাঁদাবাজি মাস্তানী করলেও তারা ব্যবসার স্বার্থে মুখ বুজে সব সহ্য করে।

কিন্ত ইদানীং ঐ চক্রটি বেপরোয়া হয়ে গেছে। মুজিব সড়কের ব্যবসায়ীরা জানায় তারা ব্যবসায়ীরা চাঁদাবাজ টানাবাজ সন্ত্রাসী কতৃক হয়রানির বিপক্ষে সূদূড় অবস্থায় নিয়েছে। এসবের দ্রুত সমাধান না হলে তারা সন্ত্রাসী ও চাঁদাবাজ রাজিব ও আরাফাতের বিপক্ষে মানবন্ধন, স্মারকলিপি পেশসহ বিভিন্ন আল্টিমেটাম ঘোষনা দিতে বাধ্য হবে।

আরও পড়ুন: যশোরে ৫জনের মদ্যপানে মৃত্যু ৩

ব্যবসায়িরা সেই উদ্যোগ নিয়ে রেখেছে। ব্যবসায়ীরা জানায় আগামী রবিবার সরকারি প্রশাসনিক অফিস খুললেই তারা এ ব্যাপারে তাদের পরবর্তী করণীয় সবটুকুই করে ব্যবসায়ী স্বার্থ সমুন্নত করবে।

Spread the love
Link Copied !!