মুক্তিযুদ্ধ ও সাধারণ মানুষের অধিকার আদায়ে শাহজাহান কামাল ও শাহজাহান মিয়া সক্রিয় ছিলেন : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহান মুক্তিযুদ্ধ এবং দেশের সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে সংসদ সদস্য একে এম শাহজাহান কামাল ও শাহজাহান মিয়া সব সময় সক্রিয় ছিলেন।
তিনি বলেন, এই দুই জন ছিলেন তুখোড় ছাত্রনেতা এবং বীর মুক্তিযোদ্ধা। আন্দোলন সংগ্রামে আমাদের সব সময়ের সহযোদ্ধা।
প্রধানমন্ত্রী আজ সংসদে আনীত শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘জন্মিলে মরিতে হবে তা আমরা জানি তবে এই সংসদের শেষ সময়ে এসে একে একে সংসদ সদস্যরা আমাদের ছেড়ে যাচ্ছেন। এটা আমাদের জন্য সত্যিই কষ্টকর।’
তিনি লক্ষ্মীপুর-৩ আসনের সদস্য একেএম শাহজাহান কামাল, পটুয়াখালী-১ আসনের সদস্য শাহজাহান মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদস্য মো. আব্দুস সাত্তার ভূঞার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই এই সংসদ সদস্যদের অবদান রয়েছে। এটাই হয়তো আমাদের এই আমলের শেষ অধিবেশন। আর সেই অধিবেশনটা শুরু করতেই হলো কয়েকজন সংসদ সদস্যের মৃত্যুর সংবাদ দিয়ে। এটা খুবই দুঃখজনক।’
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে আইন প্রণয়ন এবং মানুষের কল্যাণে সংসদ সদস্যদের যে অবদান রয়েছে, এজন্য তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের পরিবারের সদস্য ও আমাদের যারা নেতাকর্মী দীর্ঘদিন এ সংসদ সদস্যদের সাথে কাজ করেছে, তাদের প্রতিও সমবেদনা জানাই। প্রধানমন্ত্রী তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
আরও পড়ুনঃগাজায় প্রতিদিন ১০০ ট্রাক মানবিক সহায়তা প্রয়োজন: জাতিসংঘ
আপনার মতামত লিখুন :