মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত।
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টায় সড়ক দুর্ঘটনায় আফছার উদ্দিন (৩২) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে নাজির আহমেদ নামে আরও একজন।
নিহত আফছার উদ্দিন ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফুলপুর গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র। মাধবপুর থানার (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আফসার উদ্দিন চট্টগ্রাম আনসার কার্যালয়ে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ওই সময় সে নোয়াপাড়ায় ট্রেনের টিকেট কেটে মোটর সাইকেল যোগে ফেরার পথে মুক্তিযোদ্ধা চত্বরে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়।
আরও পড়ুন: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার সাথে জার্মান চ্যান্সেলরের সাক্ষাত
তিনি আরও জানান, পরে তাদেরকে উদ্ধার করে মাধবপুর জেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফছার উদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহত আফসার উদ্দিন দুই কন্যা সন্তানের জনক। আহত নাজির আহমেদকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
[…] […]