ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত। ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় আনুমানিক ৬০ বছর বয়সি অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে মঙ্গলবার দুপুরে শহরের কুমারশীল মোড়ে অটোরিকসার ধাক্কায় ওই বৃদ্ধ আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে ওই বৃদ্ধ মারা যান।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ৬
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
[…] ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার ধাক্কায় … […]