ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ মাহফিলে মানুষের ঢল। হেলিকপ্টার খ্যাত তরুন বক্তা, বাতিলের আতঙ্ক, ইসলামের অতন্দ্র প্রহরী ড. এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী ০৫/০২/২৩ তারিখে রোজ রবিবার মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নে ব্রাহ্মণবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসী ও প্রস্তাবিত গোরস্থানে উদ্যোগে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন জনাব আলহাজ্ব সরোয়ার আলম খান আবু, চেয়ারম্যান মধুপুর উপজেলা পরিষদ।
বিশেষ অতিথি ছিলেন সাদিকুল ইসলাম,৬নং মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদ।
আরও পড়ুন: রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে প্রচেষ্টা চালাতে চীনের রাষ্ট্রদূতের প্রতি স্পিকার আহবান জানিয়েছেন
ড.সায়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী বয়ান রাখেন ২টা থেকে ৪.পর্যন্ত এবং এনাতুল্লাহ আব্বসী বলেন বানর থেকে মানুষ সূষ্টি হওয়ার দাতর ভাঙ্গা জবাব দিলেন,আরও বলেন যিকির, ফিকির,শুকরিয়া এই ৩টি বিষয়ে নিয়ে আলোচনা করে।তার বয়ান শুনে মাুনষের মুগ্ধ হয়।
[…] ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ মাহফিলে মানুষ… […]