বেনাপোল সীমান্ত থেকে ৯ রাউন্ড গুলি সহ আটক ১। যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত থেকে ৯ রাউন্ড গুলি সহ সাইদুল ইসলাম (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।আটক সাইদুল ৪ নম্বর ঘিবা গ্রামের মহসিন শেখের ছেলে। ২১ অক্টোবর দুপুরে রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে গুলি সহ সাইদুলকে আটক করে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি অবৈধ পথে ভারত থেকে সীমান্তের রঘুনাথপুর গ্রাম দিয়ে অস্ত্রের একটি চালান পাচার হয়ে বাংলাদেশে আসবে।এ ধরনের সংবাদের ভিত্তিতে থানা
পুলিশের একটি দল ওই গ্রামে গোপন অবস্থানে থাকে।
আরও পড়ুন : যশোরে অভিবাসী শ্রমিক বিভিন্ন দাবিতে মানববন্ধন
পাচারকারী রঘুনাথপুর বিওপির কাছে আসলে তাকে আটক করে থানায় নিয়ে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭.৬৫ এম এম ৯ টি গুলি পাওয়া যায়।পওে তাকে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
[…] বেনাপোল সীমান্ত থেকে ৯ রাউন্ড গুলি সহ… […]