বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে ১কেজি র্স্বণের বার উদ্ধার। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কেজি ওজনের ৯টি র্স্বণের বার উদ্ধার করেছে র্বডার র্গাড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শনিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে এই র্স্বণের বার উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, যশোর-বেনাপোল সড়কেরে আমড়াখালী এলাকায় চলাচল কারী একটি ইঞ্জিনভ্যান চালকের গতিরোধ করতে গেলে চালক ভ্যান ফেলে পালিয়ে যায়।
পরে ইঞ্জিনভ্যানটি ক্যাম্পে নিয়ে যাত্রী বসার স্থানের নাট খুলে তার মধ্যে তল্লাশি করে ৯টি র্স্বণের বার পাওয়া যায়।
আরও পড়ুনঃ বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগে চটপটি বিক্রেতা গ্রেফতার
যার ওজন এক কেজি।উদ্ধারকৃত র্স্বণের বাজার মূল্য সাড়ে ৯৩ লাখ টাকা। খোজ নিয়ে জানা গেছে পালিয়ে যাওয়া ভ্যান চালক র্শাশা উপজেলার বাগআচড়া সাতমাইল এলাকার মহর আলীর ছেলে মিলন হোসেন (৩৫)।
উদ্ধারকৃত র্স্বণের বারগুলো আজ রবিবার (২৭ নভেম্বর) সকালে র্শাশা থানায় হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :