বেনাপোলে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। বর্নাঢ্য আয়োজনে বেনাপোলে স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বৈশাখী টেলিভিশন ১৭ বছর পেরিয়ে ১৮ তম বর্ষে পদার্পন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় বেনাপোল শহরে বর্নাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি শহর প্রদক্ষিন শেষে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা আলোচনাসভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্টিত হয়।
আরও পড়ুন: বাংলাদেশে তুরস্কের আরও বৃহত্তর বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
বৈশাখী টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া, প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি মহসিন মিলন, মশিউর রহমান কাজল , ফারুক হাসান, মিলন হোসেন, মাওলানা মেহেদি হাসান, কামাল হোসেন ও শেখ নাসির উদ্দিন প্রমূখ।
আপনার মতামত লিখুন :