বৃক্ষপ্রেমিক আব্দুল ওয়াহিদ সরদার মাথায় টোকার উপর গাছের চারা রোপন করেছেন। বঙ্গবন্ধু পদক প্রাপ্ত বৃক্ষপ্রেমিক আব্দুল ওয়াহিদ সরদার এবার নতুন মডেল ধারণ করেছেন। তিনি মাথায় টোকার উপর গাছের চারা রোপন করেছেন।
বৃহস্পতিবার ও শুক্রবার তাকে এই নতুন মডেলে যাশোর শহরের ভোলা ট্যাংক এলাকার পুকুর পাড়ে গাছের চারা রোপন করতে দেখা যায়।
এ সময় তিনি বলেন, মানুষ পরিবেশ নিয়ে কথা বললেও তাদের বেশিরভাগ গাছের চারা রোপন করতে জানেনা। অথচ পৃথিবী বাঁচাতে হলে, মানুষ তথা সকল প্রাণীর অক্সিজেন নিশ্চিত করতে গাছ লাগাতেই হবে। এ সময় তিনি নতুন প্রজন্ম কে গাছের চারা রোপনে এগিয়ে আসার আহ্বান জানান।
একই সাথে তিনি বলেন, বিদ্যুৎতের তার মাটির তলা দিয়ে নিতে হবে আর মাটিতে থাকবে গাছ। পরিবেশ তথা প্রকৃতির সবুজ অক্ষুন্ন রাখতে তার চেষ্টার শেষ নেই। একই সাথে চলছে আব্দুল ওয়াহিদের প্রাণী ভক্তি থেকে অসুস্থ কুকুরকে ওষুধ ও খাদ্য সেবা প্রদান। নিজ বাড়িতে তিনি কুকুর ও কুকুরের বাচ্ছা রেখে খাওয়ানো ও সুস্থ করছেন তিনি।
আরও পড়ুনঃ চৌগাছায় নিরাপত্তাহীন আকলিমার পরিবারের সদস্যরা, পুলিশ সুপারের কাছে অভিযোগ
বৃক্ষ প্রেমিক আব্দুল ওয়াহিদ সরদার যাশোর সদর উপেজেলার চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল গ্রামের বাসিন্দা। তার পিতা গোলাম ইয়াহিয়া ও মা মাহমুদা বিবি আগেই মৃত্যু বরণ করেছেন। বৃক্ষয়নের মাধ্যমে প্রকৃতি উন্নয়নে ভূমিকা রাখায় সরকার তাকে ২০১৭ সালে বঙ্গবন্ধু কৃষি পদক প্রদান করেন।
আপনার মতামত লিখুন :