বুকভরা বাওড়ে অবৈধ বাঁধ নির্মাণ বন্ধ করলো গ্রামবাসী। বুকভরা বাওড়ে অবৈধ বাঁধ নির্মাণের পায়তারা করছে একটি চক্র। এ ঘটনায় গ্রামের দুটি পক্ষ মুখোমুখি অবস্থান করছে। এ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গ্রামজুড়ে। যে কোনো সময় বড় ধরনের সহিংসতায় রূপ নিতে পারে পরিস্থিতি। শনিবার গ্রামবাসী রাস্তায় নেমে বিক্ষোভ করে কাজ বন্ধ করে দিয়েছেন। যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড চান্দুটিয়া।
এই গ্রামের পূর্ব মাঠে আবাদী জমির পরিমাণ ৫০০ বিঘা। গ্রামবাসীর অভিযোগ, বুকভরা বাওড়ের চান্দুটিয়া অংশে নতুন করে যে বাঁধ নির্মাণ কাজ চলছে তা বন্ধ না হলে পূর্ব মাঠের ৫০০ বিঘা জমির ফসল পানিতে ডুবে থাকবে। মার্চের প্রথম সপ্তাহে বাওড়ের পূর্বপাশে চান্দুটিয়া গ্রামের মৃত মকসেদ খাঁর ছেলে নুর ইসলাম বাঁধ নির্মাণ কাজ শুরু করেন। ওই সময় গ্রামবাসীর তোপের মুখে বাঁধ নির্মাণ বন্ধ রাখেন তিনি। ১৩ মে সকালে নুর ইসলাম আবারও বাঁধ নির্মাণের কাজ শুরু করতে লোকজন নিয়ে বাওড়ের পাশে জড়ো হন।
এ সময় কয়েকশ’ গ্রামবাসী এসে কাজ বন্ধ করে দেন। এ ঘটনায় নুর ইসলাম গং ও গ্রামবাসী মুখোমুখি অবস্থান নেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় ইউপি সদস্য শিপন আহমেদ জানান, এ গ্রামের কৃষকের পানির একমাত্র উৎস বুকভরা বাওড়। স্থানীয় একটি চক্র বুকভরা বাওড়ের পূর্ব মাঠের বেশকিছু জমি দখল করে বাঁধ দিচ্ছে মাছ চাষের জন্য। সেখান থেকে কৃষক পানি নিয়ে কৃষি কাজ করেন। নতুন করে বাঁধ নির্মাণ করলে এসব বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন: শরীরে এসিড পুশ করে স্বামী হত্যা, স্ত্রী ও প্রেমিক আটক
এজন্য গ্রামবাসী বাঁধ নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে। কাজ স্থায়ীভাবে বন্ধের দাবিতে ৫ শতাধিক গ্রামবাসী রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হবে বলে জানান তিনি।
[…] বুকভরা বাওড়ে অবৈধ বাঁধ নির্মাণ বন্ধ ক… […]