বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন অফিসার ইনচার্জ, মধুপুর থানা, টাঙ্গাইল। মধুপুর থানা পুলিশ কর্তৃক “মহান বিজয় দিবস” উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয়। ১৬ই ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে মধুপুর থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম, অফিসার ইনচার্জ, মধুপুর থানা, টাঙ্গাইল। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ সহ বিভিন্ন বনাঢ্য অনুষ্ঠানে মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
আরও পড়ুন : বেনাপোলে বিজয় দিবস উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার
এ সময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ এবং জনাব মোঃ মুরাদ হোসেন, পুলিশ পরিদশর্ক (তদন্ত), মধুপুর থানা, পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ আবদুস সাত্তার, অরণখোলা পুলিশ ফাঁড়ি, মধুপুর থানা, পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ সিরাজুল ইসলাম, আলোকদিয়া পুলিশ ফাঁড়ি, মধুপুর থানা সহ মধুপুর থানা/ফাঁড়ির সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
[…] […]