বাংলা সিনেমায় নতুন মুখ ভাবনা। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ছোট ও বড়পর্দার প্রিয়মুখ আশনা হাবিব ভাবনা। সিনেমার নাম ‘এক্সকিউজ মি’। এটি নির্মাণ করবেন রায়হান খান। ছবিতে ভাবনার সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান।
পরিচালক জানান, ‘এক্সকিউজ মি’ সিনেমা দিয়ে জুটিবদ্ধ হতে যাচ্ছেন রোশান ও ভাবনা। এরই মধ্যে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন দুজন। রায়হান খানের সঙ্গে আগেও কাজ করেছেন ভাবনা। সেই অভিজ্ঞতা থেকে সিনেমাটি দারুণ কিছু হবে বলেই বিশ্বাস করেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘ছবির গল্পটা দারুণ। চরিত্রগুলোর মধ্যে চার্ম আছে। যেভাবে পরিকল্পনা করা হচ্ছে সেভাবে কাজটি শেষ হলে ভালো কিছু হবে বলেই প্রত্যাশা করছি।’
ভাবনা আরও বলেন, ‘রায়হান খানের সঙ্গে যখন নাটকে কাজ করতাম তখন থেকেই বলতেন, ‘ভাবনা তোকে নিয়ে আমি সিনেমা বানাব’।
আরও পড়ুনঃ ভারতে যুদ্ধবিমানের প্রথম মুসলিম নারী পাইলট সানিয়া মির্জা
ফাইনালি উনি আমাকে নিয়ে কাজ করতে যাচ্ছেন- এটা আমার জন্য অনেক সম্মানের। আমি কৃতজ্ঞ রায়হান খানের প্রতি, তিনি আমাকে বলেছেন এবং সেটা বলাতেই সীমাবদ্ধ থাকেনি।’ সিনেমাটি প্রসঙ্গে রায়হান খান বলেন, ‘শক্তিশালী গল্প। এই গল্প সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই আমার সার্থকতা। প্রথমদিকে গল্প এক রকম ছিল, পরে কিছুটা পরিবর্তন করেছি। অভিনয়শিল্পীও সেভাবে নিয়েছি।’
সবকিছু ঠিক থাকলে নতুন বছরে শুরু হবে এ সিনেমার শুটিং। আরও কারা অভিনয় করছেন- সেটি জানানো হবে মহরত অনুষ্ঠানে।
আপনার মতামত লিখুন :