বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বাংলাদেশ কৃষক-খেতমজুর সমিতির ঐক্য সম্মেলন ডিসেম্বরে যশোরে


মালিকুজ্জামান কাকা, যশোর
প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ৬:২৫ অপরাহ্ণ
বাংলাদেশ কৃষক-খেতমজুর সমিতির ঐক্য  সম্মেলন ডিসেম্বরে যশোরে

বাংলাদেশ কৃষক-খেতমজুর সমিতির ঐক্য সম্মেলন ডিসেম্বরে যশোরে। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কার্যালয়ে কৃষক নেতা রণজিত চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি ও জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির এক যৌথ বর্ধিত সভা হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি কমরেড তুষার কান্তি দাস, সাধারণ সম্পাদক গাজী আব্দুল হামিদ, বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির সাধারণ সম্পাদক কমরেড আবদুস সাত্তার, নজরুল ইসলাম, জিল্লুর রহমান ভিটু, তসলিম-উর-রহমান, গাজী নওশের আলী, মিজানুর রহমান, অধ্যাপক আব্দুল কাদের, লিয়াকত আলী, আব্দুল হামিদ প্রমুখ।

শুক্রবার দুপুরের এ সভায় সর্বসম্মতভাবে দুইটি কৃষক সংগঠন ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়। অধ্যাপক আবদুস সাত্তারকে আহ্ধসঢ়;বায়ক, তুষার কান্তি দাস ও মোশাররফ হোসেন নান্নুকে যুগ্ম আহ্ধসঢ়;বায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি এবং ১৫ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন : ১৪৪ ধারা ভেঙে নির্মাণাধীন বাড়ি ভাংচুর হাটবিলা রেলগেটে

আগামী ২২ ও ২৩ ডিসেম্বর সৈয়দপুরে ঐক্য সম্মেলন করার সিদ্ধান্ত গৃহিত হয়। ঐক্য সম্মেলন সফল করার জন্য দেশের কৃষক সমাজসহ সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মীদের প্রতি আহ্ধসঢ়;বান জানানো হয়।

Spread the love
Link Copied !!