বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা। বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শনিবার সকাল সাড়ে ১১টায় টাউন ক্লাব অডিটোরিয়ামে চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগ এ সভার আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের সভাপতি রাকিবুল হাসান বিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ ও পৌর যুবলীগের সদস্য সাকিউল ইসলাম সাকিল এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: আব্দুল ওদুদ এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ারদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: রুহুল আমিন আরো বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম সরকার। জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান তোতা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাইজার রহমান কনক প্রমুখ।
আরও পড়ুন: জীবনস্বপ্ন | আয়িশা ওয়াহিদ
সভা শেষ সকল অতিথিবৃন্দের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত অসমাপ্ত আত্মজীবনী বইটি উপহার হিসাবে তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা যুবলীগের আহবায়ক পদ প্রার্থী সাকিউল ইসলাম সাকিল।
আপনার মতামত লিখুন :