বগুড়ায় বাঁশ বাগান থেকে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাঁশ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক ১২ বছর।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঞ্জুরুল আলম জানান, নিশ্চিন্তপুর গ্রামের একটি বাঁশ বাগানে অজ্ঞাত পরিচয় শিশুটির গলাকাটা মরদেহ পড়ে ছিল। তার পরনে জিনসের প্যান্ট ও জ্যাকেট রয়েছে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে, তা বলতে পারেনি পুলিশ।
আরও পড়ুনঃ রাজবাড়ীতে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
নতুন নতুন পোষ্ট পেতে লআইক , শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুনঃ https://www.facebook.com/bondhantv
[…] বগুড়ায় বাঁশ বাগান থেকে শিশুর গলাকাটা … […]