পেট্রাপোলে ধর্মঘট বেনাপোল বন্দরে সোমবার আমদানি বন্ধ। আমদানি রপ্তানি কাজে হয়রানি বন্ধের দাবিতে সোমবার থেকে বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন।
এ কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজ আগের মতো স্বাভাবিক থাকবে। পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, কোভিড ১৯ এর কারণে তাদের ব্যবসা বাণিজ্য আগের চেয়ে অনেক কমে গেছে। আগে ২৪ ঘণ্টায় সাতশ’ থেকে সাড়ে সাতশ’ পণ্যবাহী ট্রাক বাংলাদেশে রপ্তানি হতো। করোনার কারণে এখন মাত্র সাড়ে তিনশ’ ট্রাকে পণ রপ্তানি হয়েছে।
এরপর নতুন এলপিআই ম্যানেজার ব্যবসায়ীদের কোনো কথা না বলে বন্দর এলাকায় প্রবেশের উপর নতুন নতুন আইন তৈরি করে আমাদের বাণিজ্যে ব্যাঘাত ঘটাচ্ছেন। নতুন এলপিআই ম্যানেজার বিএসএফকে কাজে লাগিয়ে পরিবহন কর্মীদের বন্দরের ভেতরে ঢুকতে দিচ্ছেন না। পরিবহন কাজে জড়িত কর্মীদের আইসিপিতে প্রবেশের মুখে বিএসএফের বাধার মুখে পড়তে হয়েছে।
আরও পড়ুন: সারা দেশে পণ্য খালাস বন্ধ ও ৮ দফা দাবিতে সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মবিরতি
বৃহস্পতিবার তারা পেট্রাপোল সেন্ট্রাল পার্কিংয়ের সামনে বিক্ষোভ করেছেন এলপিআই ম্যানেজারের নানা হয়রানির বিরুদ্ধে। বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, আমদানি- রপ্তানি বন্ধ বা পেট্রাপোল বন্দরে ধর্মঘটের কোনো চিঠি আমরা পাইনি। শুনেছি ওপারে এলপিআই ম্যানেজারের বিরুদ্ধে ব্যবসায়ী ও ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আন্দোলন করছেন। তবে ভারত থেকে পণ্য আমদানি বন্ধ থাকলেও রপ্তানি বাণিজ্য স্বাভাবিক থাকবে। বেনাপোল বন্দর ও কাস্টমসে স্বাভাবিক নিয়মে কাজ হবে।
আপনার মতামত লিখুন :