‘পুষ্পা টু’ থেকে সরে দাঁড়িয়েছেন সামান্থা ! আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গানে পারফর্ম করে ঝড় তুলে দিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। ‘ও আন্তাভা’ শিরোনামের গানে মাত্র তিন মিনিট কোমর দুলিয়েছিলেন এ নায়িকা।
এরপর থেকেই আলোচনায় এ সুন্দরী। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার সাফল্যের পর সিকুয়্যালের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। নাম ‘পুষ্পা: দ্য রুল’। সামান্থা ভক্তদের তাকে এ সিকুয়্যালে নতুন রূপে দেখার অপেক্ষায় ছিলেন। কিন্তু সেটি আর হচ্ছে না।
‘পুষ্পা টু’ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সামান্থা রুথ প্রুভু! এমন খবরই প্রকাশ করেছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সূত্রের খবর, ‘পুষ্পা টু’ সিনেমাতেও আইটেম গানে নাচার প্রস্তাব করা হয়েছিল সামান্থাকে। তিনি সরাসরি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন।
আরও পড়ুনঃ সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ক্যারিয়ারের এ পর্যায়ে এসে আইটেম গানে নাচতে রাজি না এ অভিনেত্রী। তবে ‘ও আন্তাভা’ গানের জন্য যে ভালোবাসা তিনি পেয়েছেন তাতে আপ্লুত।
২০২১ সালের শেষের দিকে শুরু হয়েছিল ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং। আল্লু আর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছিল গেল বছরের সর্বোচ্চ আয় করা সিনেমা। আল্লু অর্জুন ছাড়াও ‘পুষ্পা টু’ অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ২০২৪ সালে এটি মুক্তির কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :