বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

পুলিশ পরিচয়ে প্রতারক মনিরের ব্যাপক প্রতারনা


মালিকুজ্জামান কাকা, যশোর
প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২২, ৬:১৫ অপরাহ্ণ
পুলিশ পরিচয়ে প্রতারক মনিরের ব্যাপক  প্রতারনা

পুলিশ পরিচয়ে প্রতারক মনিরের ব্যাপক প্রতারনা। যশোর সদর উপজেলার ঘুনী গ্রামের সেই প্রতারক মনিরুল ইসলাম এবার ডিবি পুলিশ পরিচয়ে মাল ও টাকা নিয়েছে। যশোর টু নড়াইল সড়কের রুস্তমপুর স’মিলের পাশ থেকে জয়েন্ট ফিডের ডিলার নুর ইসলামের কাছ থেকে মালামাল নিয়েছে মনির। মাল এর মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

জানা গেছে, মাল নেওয়ার সময় ঘুনী শাখারীপাড়ার মৃত আমিন মিয়ার পুত্র মনিরুল ইসলাম (৩৮) নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়। এরপর সে
মাল নিয়ে বিপরীতে নিজ স্বাক্ষরিত একটি চেক দেয়। তবে চেকে উল্লেখিত একাউন্টে কোন টাকা নেই। এরপর মনির একটি তারিখ দিয়েছে টাকা পরিশোধের। সেই তারিখে টাকা দেয়নি প্রতারক মনিরুল ইসলাম। এখন নতুন তারিখের অপেক্ষায় রয়েছেন নুর ইসলাম।

জানা গেছে, প্রতারক মনির সর্বত্র নিজেকে পুলিশের এস আই, কখনো ডিবি পুলিশ পরিচয় দেয়। এরপর স্বার্থ হাসিল করে সে টাকা বা সম্পদ
লুন্ঠন করে। খোজ খবর নিতেই জানা যায়, ঘুনী শাখারীপাড়ায় আরো একজন মনিরুল ইসলাম আছেন। তিনি বর্তমানে মোংলা পোর্ট থানার
ওসি। তার পুরো নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি ঐ গ্রামের মোজাম্মেল আকন্দ মিয়ার পুত্র।

বর্তমানে তিনি মোংলা পোর্ট থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করছেন। তবে প্রতারক মনির সম্পর্কে তার কোন ধারনাই নেই। তার নাম ভাঙ্গিয়ে এসব যে করে বেড়াচ্ছে সেটা দেখারও সময় নেই তার। কেননা তিনি প্রশাসনিক কাজে বেজায় ব্যস্ত থাকেন সদা। এর আগে এস আই পরিচয়ে ঘুনী শাখারীপাড়ার প্রতারক মনীর একই গ্রামের আবু জাফরের কন্যা আসমা কে বিয়ে করে তা অস্বীকার করে।

পরে পত্র পত্রিকায় লেখালেখি হলে অক্টোবর মাসে সে একটি কাবিননামা তার হাতে ধরিয়ে দেয়। সে বলে অভয়নগর নওয়াপাড়ায় তার একটি বাড়ি
আছে। তবে সেটিও জলজ্যান্ত মিথ্যা কেননা সে নওয়াপাড়া টু মনিরামপুর রোডে জগার মোড়ে জনৈক শফিকুল ইসলামের বাড়ির নীচতলায় ভাড়া থাকে। একটি সার কীটনাশকের অষুধের দোকানের পাশ দিয়ে সেখানে যাতায়াত করতে হয়।

স্থানীয়রা জানায়, এর আগেও মনির চাকুরি দেওয়ার নামে ঘুনী মাঠপাড়ার আনছার, মোসলেমের পুত্র আক্কাছসহ কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছে। চাকুরি বা টাকা কোনটাই সে ফেরত দিচ্ছেনা। এছাড়া ব্যাংক ঋন করিয়ে দেওয়ার নামে রফিকুল ও ডালিমের কাছ থেকে সে কয়েক লক্ষ টকা নিয়েছে এই প্রতারক মনির। এছাড়া রাজমিস্ত্রী জাহিদুল, হত দরিদ্র জিনু তার কাছে টাকা পাওনা রয়েছে। রুপদিয়ার বাজারে চারজন কয়েক লক্ষ টাকা পাওনা তার কাছে। এর মধ্যে রডের দোকানদার পাবে লক্ষাধিক টাকা। বিদ্যু সরবরাহ কেন্দ্রিক ব্যবসায়িরা পাবেন এমন বেশ মোটা অংকের টাকা।

আরও পড়ুন :  দেশবাসীর প্রতি স্বেচ্ছায় রক্ত ও মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

এদিকে প্রতারক মনির কে নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় তিনি তেলে বেগুনে জ্বলে উঠেছেন। মঙ্গলবার দুপুরে টার্গেট করে
আসমা কে গালিগালাজ করেন। এসময় তিনি সাংবাদিকদের নামে  মানহানি মামলার হুমকি দেন। আদতে মনিরের প্রতারনা, অর্থ কেলেঙ্কারী, চাকুরি প্রদানের নামে অর্থ আত্মসাৎ, খুনের অভিযোগ, নারী কেলেঙ্কারী, মাদক বেচাকেনা, জঙ্গী কানেকশনসহ বিভিন্ন ফিরিস্তি রয়েছে যা আপাদ মস্তক অপরাধে মোড়া। তার মামলা, জিডি, দূর্নীতির স্বাক্ষ্য প্রমান থাকার পরেও তার এই হুমকিতে এলাকায় হাস্যরসের সৃস্টি হয়েছে। প্রসঙ্গত বলা প্রয়োজন কোন কিছু না করেও সে মোটরবাইকে দিব্যি রাজার হালে ঘুরছে। এখন সে রাতের আধারে পালিয়ে যাওয়ার ছক করে আছে।

Spread the love
Link Copied !!