পুঁজিবাজারে সোমবার থেকে কেনা যাবে ট্রেজারি বিল-বন্ডট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে সরকার ঋণ নিয়ে থাকে। এবার পুঁজিবাজারেও ট্রেজারি বিল ও বন্ড কেনার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ।
সোমবার (১০ অক্টোবর) থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এসব সরকারি বিল ও বন্ডের লেনদেন শুরু হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ সরকার ট্রেজারি বন্ড (বিজিটিবি) এবং ট্রেজারি বিলের লেনদেনে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি সব শ্রেণির বিনিয়োগকারীকে কেনাবেচার সুযোগ দেয়া হচ্ছে। সরকারি সিকিউরিটিজে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ আরও সহজ করার লক্ষ্যে ডিএসই ও সিএসইতে আগামী সোমবার (১০ অক্টোবর) পরীক্ষামূলক লেনদেন চালু হচ্ছে।
এ জন্য ব্যাংকগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
আরও পড়ুন:শার্শায় বানিজ্যিক ভাবে আঙ্গুর চাষ
কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে পরিচালিত বিভিন্ন মাধ্যমে বর্তমানে সরকারি ট্রেজারি বিল ও বন্ডের কেনাবেচা হয়। দেশের প্রতিটি ব্যাংক থেকে ‘সিকিউরিটি হিসাব’ খোলার মাধ্যমে সাধারণ মানুষেরও সরকারি বন্ড কেনার সুযোগ রয়েছে। এ বন্ডে কমপক্ষে এক লাখ টাকা বা এর গুণিতক বিনিয়োগ করতে হবে। তবে পুঁজিবাজারে লেনদেনের ক্ষেত্রে এ সীমা প্রযোজ্য হবে না।
এর আগে গেল সোমবার (৩ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছিলেন, আগামী সপ্তাহে সরকারি ট্রেজারি বিল ও বন্ড লেনদেন পরীক্ষামূলকভাবে চালু হবে। বন্ডবাজারের উন্নয়ন হলে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমবে। পাশাপাশি পুঁজিবাজারেরও উন্নয়ন হবে।
এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
আপনার মতামত লিখুন :