রাঙামাটির বাঘাইছড়ি থানার বঙ্গলতলী ইউনিয়নে মারিশ্যা-দীঘিনালা রাস্তার দুই টিলা অঞ্চলে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল বেলা ছয়টার দিকে পাহড়ধসের ঘটনা ঘটে। পাহাড়ধসের কারণে বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ আছে। এ কারণে বাঘাইছড়ি থেকে সড়কপথে খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামে যাওয়া যাচ্ছে না।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকাল বেলা ছয়টার দিকে মারিশ্যা-দীঘিনালা পথের দুই টিলা এলাকার পাহাড় ধসে পড়ে পথের ওপর। এর পর হতে সব ধরনের যান চলাচল অফ হয়ে যায়। পথের দুই সাইডে অর্ধশত বাসসহ যানবাহন আটকা পড়েছে। সংবাদ পেয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সড়ক থেকে ধসে পড়া পাহাড়ের প্রস্তর ও মাটি সরানোর চেষ্টা করছে। সড়ক ও জনপথ বিভাগ হতে মাটি সরানোর জন্য প্রচেষ্টা নেওয়া হচ্ছে।
মারিশ্যা-দীঘিনাল সড়কের মাহিন্দ্রাচালক মো. আমিনুর রহমান বলেন, দুই টিলা এরিয়ায় যেভাবে পাথর পড়ে রয়েছে, মাটি সরানোর যন্ত্র ছাড়া পরিষ্কার করা সম্ভব হবে না। কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা সড়ক পরিষ্কার করার চেষ্টা করছে বলে তিনি জানান।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান বলেন, মারিশ্যা-দীঘিনালা সড়কে পাহাড়ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সড়ক থেকে মাটি সরানোর জন্য তাদের সহযোগীরা তৎপরতা চালু করছেন।
আপনার মতামত লিখুন :