পদ্মা সেতু দিয়ে ট্রেন চলবে আগামী জুনে যশোর তথা দক্ষিনাঞ্চলের মানুষ অপেক্ষায়। ২৫ জুন স্বপ্নরে পদ্মা সতেু চালু হওয়ার ঠিক এক বছর পর ২০২৩ সালরে জুন মাসে উদ্বোধন হবে ‘পদ্মা সতেু রলে লিংক প্রকল্প’। ঢাকা থেেক পদ্মা সেতু হয়ে রেলপথ যাবে যশোর। এই অপেক্ষায় রয়েছে মানুষ। অনেকে বাসে ভ্রমন করতে পারেননা। এদের জন্য এখন ট্রেন ভ্রমন দীর্ঘ ও ক্লান্তিকর। তাই জুন পর্যন্ত অপেক্ষা ছাড়া তাদের আর কিছুই করার নেই।
এই রেলপথের মোট দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার। এর মধ্যে ২৩ কিলোমিটার হবে পুরোপুরি এলিভেটেড (উড়াল)। যশোর র্পযন্ত রেলপথের কোথাও থাকবে না কোনো লেভেল ক্রসিং। এতে সময় বাঁচবে, ঘটবে না র্দুঘটনা। দেশে উড়াল ও লেভেল ক্রসিংবিহীন প্রথম রেলপথ হতে চলেেছ এটি। সেতুর পাশাপাশি পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সতেু রলে সংযোগ প্রকল্পের কাজ। এজন্য ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরদিপুররে ভাঙ্গা উপজলো র্পযন্ত ৮২ কেিলামটিার রেলপথ ২০২৩ সালের জুন মাসে খুলে দিতে কাজ চলছে বলে জানিয়েেেছ বাংলােেশ রলেওয়ে।
বাংলাদশে রেলওয়ে জানায়, প্রকল্পের মোট ব্যয় ৩৯ হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে চায়নার ঋণ ২১ হাজার ৩৬ কোটি ৬৯ লাখ এবং সরকারি র্অথায়ন ১৮ হাজার ২১০ কোটি টাকা। চলতি বছররে ৩১ মে
র্পযন্ত মোট ব্যয় হয়েেছ ২৩ হাজার ২০৫ কোটি টাকা। মোট গড় অগ্রগতি ৬০ শতাংশ। প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালরে জানুয়ারি মাসে। ২০২৩ সালরে জুন র্পযন্ত ঢাকা থেকে ভাঙা অংশ চালুর পরিকল্পনা
নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে। কাজ চলছে মোট তিনটি ফেজে ভাগ হয়ে।
আরও পড়ুন: চিহ্নিত সন্ত্রাসী যশোর টিবি ক্লিনিকের ট্যাটু সুমন অস্ত্র সহ আটক
ঢাকা-মাওয়া অংশের অগ্রগতি ৫৬ শতাংশ। এছাড়া মাওয়া-ভাঙ্গা ৭৮ দশমকি ৫ ও ভাঙ্গা থেেক যশোরের অগ্রগতি ৫০ শতাংশ। ২০২৪ সালের জুন মাসে ভাঙ্গা থেেক যশোর র্পযন্ত কাজ সম্পন্ন হবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পরে উপ-প্রকল্প পরচিালক (ওয়ে অ্যান্ড ওর্য়াক) আবু ইউসুফ মোহাম্মদ শামীম জানান, প্রকল্পের আওতায় ১৭২ কিলোমিটার মেইন লাইন নির্মাণ করা হব। আমরা দুটি ভাগে বিভক্ত করে প্রকল্পটি উদ্বোধন করবো। ঢাকা থেেক ভাঙা র্পযন্ত ৮২ কিলোমিটার রেলপথ ২০২৩ সালরে জুন মাসে খুলে দেওয়ার পরকিল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। আশা করি এই অংশটুকু চালু করতে পারবো, কাজের অগ্রগতি বেশ।’
যশোর র্পযন্ত কবে নাগাদ চালু হব? এমন প্রশ্নরে জবাবে তিিন বলনে, ‘আমাদরে প্রকল্পরে ময়োদ ২০২৪ সালরে জুন র্পযন্ত। আশা করছি ভাঙ্গা থেেক যশোর র্পযন্ত এই ময়োদে চালু করতে পারবো।’
[…] পদ্মা সেতু দিয়ে ট্রেন চলবে আগামী জুনে… […]