নরসিংদীতে দিনেদুপুরে কলা বাগানে মিললো ক্ষতবিক্ষত দুই লাশ। নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি কলাবাগান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের ওই বাগানে লাশ দেখতে পেয়ে কৃষকরা পুলিশকে খবর দেন। বিকেলের দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। উভয়ের পরনে লুঙ্গি ও গায়ে শার্ট ছিল। আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া জানান, ধারনা করা হচ্ছে অন্য কোনো স্থানে হত্যা করার পর লাশ দুটি এখানে এনে রেখে গেছে খুনিরা।
আরও পড়ুনঃ জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ সদস্য আটক
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত দুই জনের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিতের জন্য ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।
লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুনঃ
https://www.facebook.com/bondhantv
আপনার মতামত লিখুন :