বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

নওগাঁয় ১৭,৪৮৫ হেক্টর জমিতে গমের আবাদ: প্রণোদনা পেলেন ৮০০০ প্রান্তিক কৃষক


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৩, ১:১৯ অপরাহ্ণ
নওগাঁয় ১৭,৪৮৫ হেক্টর জমিতে গমের আবাদ: প্রণোদনা পেলেন ৮০০০ প্রান্তিক কৃষক

চলতি রবি মৌসুমে (২০২৩-২০২৪) জেলায় ১৭ হাজার ৪৮৫ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত জমি থেকে ৬৫ হাজার ৭৪৪ টন গম উৎপাদনের প্রত্যাশা করছে কৃষিবিভাগ। গম চাষে উৎসাহিত করতে জেলার ৮ হাজার প্রান্তিক কৃষকদের সরকারি প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, ভু-প্রকৃতি হিসেবে নওগাঁ জেলার জমি গম চাষের খুবই অনুকুল। তাছাড়া অল্প সেচ ও খরচে গম চাষ হয় বিধায় লাভজনক।

নওগাঁ জেলায় উপজেলা ভিত্তিক ধার্যকৃত গম চাষের পরিমাণ ও উৎপাদনের সম্ভাব্য পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৬৮০ হেক্টর জমি থেকে ২ হাজার ৫৬৫ টন, রানীনগর উপজেলায় ৪৪০ হেক্টর জমি থেকে ১ হাজার ৬৬০ টন, আত্রাই উপজেলায় ৪৫০ হেক্টর জমি থেকে ১ হাজার ৭০০ টন, বদলগাছি উপজেলায় ৯৪০ হেক্টর জমি থেকে ৩ হাজার ৫৫৫ টন, মহাদেবপুর উপজেলায় ৩৬০ হেক্টর জমি থেকে ১ হাজার ৩৪৫ টন, পতœীতলা উপজেলায় ১ হাজার ৩১৫ হেক্টর জমি থেকে ৪ হাজার ৯৩৫ টন, ধামইরহাট উপজেলায় ১ হাজার ২৪০ হেক্টর জমি থেকে ৪ হাজার ৬৬০ টন, সাপাহার উপজেলায় ৪ হার্জা ২৫৫ হেক্টর জমি থেকে ১৫ হাজার ৯৮৪ টন, পোরশা উপজেলায় ৩ হাজার ৮৫৫ হেক্টর জমি থেকে ১৪ হাজার ৪৯০ টন, মান্দা উপজেলায় ১ হাজার ২৬০ হেক্টর জমি থেকে ৪ হাজার ৭৪০ টন এবং নিয়ামতপুর উপজেলায় ২ হাজার ৬৯০ হেক্টর জমি থেকে ১০ হাজার ১১০ টন গম উৎপাদিত হবে বলে প্রত্যাশা কৃষি বিভাগের।

গম চাষে কৃষকদের উৎসাহিত করতে সরকারিভাবে জেলার ৮ হাজার প্রান্তিক কৃষকের মধ্যে প্রত্যেককে ১ বিঘা জমির বিপরীতে প্রণোদনা হিসেবে বিনামূল্যে ২০ কেজি করে বীজ, ১০ কেজি করে এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার প্রদান করা হয়েছে। বর্তমান বাজার অনুযায়ী এই ৮ হাজার কৃষক প্রত্যেককে ১ হাজার ৭৯০ টাকা মূল্যের বীজ ও সার পেয়েছেন। সেই হিসেবে গম চাষে নওগাঁ জেলায় প্রান্তিক কৃষকদের সরকারী প্রণোদনা দেয়ার আির্থক পরিমাণ মোট ১ কোটি ৪৩ লাখ ২০ হাজার টাকা।

আরও পড়ুনঃ যশোর আইনজীবী সমিতি নির্বাচন: মোর্তজা সভাপতি, শাহীন সাধারণ সম্পাদক

Spread the love
Link Copied !!