দক্ষিণ কোরিয়ার দক্ষিণ উপকূলীয় শহর টংইয়ংয়ের কাছে একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এতে ৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন আরও ৫ জন।
ডুবে যাওয়া নৌকাটিতে মোট ৯ জন জেলে ছিল। এর মধ্যে দুইজন কোরীয়। অপর সাতজন ইন্দোনেশীয়। একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। নৌকাটি গত বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেজু দ্বীপের দক্ষিণ থেকে রওনা হয়েছিল।
দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ড জানিয়েছে, শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ গিয়াংসাং প্রদেশের টংইয়ং থেকে ৬৮ কিলোমিটার দক্ষিণে একটি দ্বীপে জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় নৌকাটি।
কোস্টগার্ড আরও জানিয়েছে, জাহাজের মধ্যে তিনজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষনা করেন।
আরও পড়ুন ;ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধুকন্যার
শনিবার বিকেলে দুর্ঘটনার স্থান থেকে ১৩ কিলোমিটার দূরে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এখনও পাঁচজন নিখোঁঁজ রয়েছেন। তাদের সন্ধানে ঘটনাস্থলে অভিযান চালানো হচ্ছে।
১২টি কোস্টগার্ড জাহাজ, নৌবাহিনীর চারটি জাহাজ ও ছয়টি হেলিকপ্টার অভিযানে অংশ নিয়েছে।
এদিকে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে সব ধরনের পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন। তবে ধারণা করা হচ্ছে নিখোঁজ ৫ জনের কেউই আর বেঁচে নেই।
আপনার মতামত লিখুন :