তুরিনোর দশ জনের কাছে হেরে বিদায় এসি মিলানের। ইতালি কাপ ফুটবল থেকে ছিটকে গেল জায়ান্ট এসি মলিান। টুর্নামেন্টের শেষ ষোলর লড়াইয়ে দশ জনের তুরিনোর কাছে ১-০ গোলে পরাজি হয়ে বিদায় নিয়েছে এসি মিলান।
গতকাল সানসিরোতে অনুষ্ঠিত ম্যাচের অতিরিক্ত সময়ে তুরিনোর হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেছেন মিশেল অ্যাডোপো।
ম্যাচের ১১৪তম মিনিটে ব্রায়ান বায়েয়ের নিচু শটের ক্রস থেকে পাওয়া বল টোকা দিয়ে জালে জড়িয়ে দেন ফরাসি তারকা অ্যাডোপো। এর আগে নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হবার মাত্র ২১ মিনিট বাকী থাকতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক তুরিনোর কফি দিদি।
আরও পড়ুনঃ টেকসই বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী
এই জয়ে শেষ আটে জায়গা করে নিল তুরিনো। আগামী মাসে কোয়ার্টার ফাইনালে সাম্পদোরিয়া অথবা ফিওরেন্টিনার মোকাবেলা করবে ক্লাবটি।
[…] […]