বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ঢাকা ডমিনেটরসের কাছে খুলনা টাইগার্সের পরাজয়


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ৭, ২০২৩, ৯:১৭ অপরাহ্ণ
ঢাকা ডমিনেটরসের কাছে খুলনা টাইগার্সের পরাজয়

ঢাকা ডমিনেটরসের কাছে খুলনা টাইগার্সের পরাজয়। খুলনা টাইগার্স অল্প রানে অলআউট হলেও জবাব দিতে নেমে ঢাকা ডমিনেটরসও ভুগলো বেশ। মাঝে ফের সামনে এলো বিপিএলের ডিআরএস বিতর্ক। এসবের মাঝেই আল আমিন হোসেনের দুরন্ত বোলিংকে ছাপিয়ে বলে-ব্যাটে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জেতালেন নাসির হোসাইন।

শনিবার (৭ জানুয়ারি) মিরপুরে বিপিএলের তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা। শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান করে খুলনা। জবাব দিতে নেমে ৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা ডমিনেটরস। ১৯.১ ওভারে ৬ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়েন নাসির বাহিনী। বল হাতে ২৯ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৩৬ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা খেলোয়াড় হন ঢাকার অধিনায়ক।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন তামিম ইকবাল (৮), সারজিল খান (৭) ও মুনিম শাহরিয়ার (৪)। দল নায়ক ইয়াসির আলীর ২৪, সাইফুদ্দিনের ১৯ ও আজম খানের ১৮ রানের মাঝারি ইনিংসে ভর করে ১১৩ রান জমা করতে পারে খুলনা। এছাড়া সাব্বির রহমান অপরাজিত থাকেন ১১ বলে ১১ রান করে।

ঢাকার আল আমিন হোসেন একাই ৪টি উইকেট তুলে নেন ২৮ রান দিয়ে। ২৪ ও ২৯ রান দিয়ে ২টি করে উইকেট পান দুই স্পিনার আরাফাত সানি ও নাসির হোসাইন।

আরও পড়ুনঃ কালীগঞ্জের হাট বাজারের পথের ধারে শীতকালীন বাহারি পিঠা

জবাব দিতে নেমে ঢাকাকে ভালো শুরু এনে দেন দুই বিদেশি ওপেনার আহমেদ শেহজাদ ও দিলশান মুনাবিরা। কিন্তু শেহজাদ রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরলে ধাক্কা খায় ঢাকা। দলীয় ১৬ রানের মাথায় পল ফন মিকারিনের বল হাতে লাগে শেহজাদের।

দলটি প্রথম উইকেট হারায় ৪৭ রানের মাথায়। ওয়াহাব রিয়াজের বলে আজম খানের হাতে ক্যাচ দেন সৌম্য সরকার। এর আগেই অবশ্য ঘটে এক নাটক। ষষ্ঠ ওভারে নাসুমের বলে সৌম্যকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ব্যাটার।

টিভি আম্পায়ার দেখে সিদ্ধান্ত বহাল রাখেন। এরপরও ক্ষোভ জানিয়ে মাঠেই দাঁড়িয়ে থাকেন সৌম্য। আম্পায়াররা আবারও রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলান। তারপর ক্ষোভ জানান তামিম ইকবাল। বেশ কিছুক্ষণ আম্পয়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। বিপিএলে ডিআরএস না থাকা নিয়ে শুরুর বিতর্কই যেন আরেকটু উস্কে দিলো এই ঘটনা।

যাই হোক সৌম্যকে হারানোর পর দ্রুত আরও দুই উইকেট হারায় ঢাকা। এরপর দলকে এগিয়ে নেন নাসির হোসাইন ও উসমান গনি। এই দুজন মিলে গড়েন ৪৪ রানের জুটি। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে পল ফন মিকারিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান উসমান (১৪)। ভেঙে যায় জুটি।

দলকে বাকি পথ টেনে নেন অধিনায়ক নাসির ও আরিফুল হক। ৪টি চারে ৩৬ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন নাসির হোসাইন, আরফুল অপরাজিত থাকেন ৩ বলে ৩ করে।

Spread the love
Link Copied !!