জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বে দিন দিন বেড়েই চলছে বায়ুদূষণ। অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মেগাসিটি ঢাকার বায়ুদূষণও। শনিবার (১০ ফেব্রুয়ারি) শহরটির বাতাস খুব অস্বাস্থ্যকার অবস্থায় রয়েছে।
তবে দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকা চীনের শেনিয়াং শহরের বাতাসের অবস্থা আরও ভয়াবহ।এদিন সকাল সোয়া ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ২৩৯ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যা খুব অস্বাস্থ্যকার হিসেবে বিবেচিত।
তালিকায় ৬৩০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে শেনিয়াং শহর। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ৩০৭।এ ছাড়া ২৬৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই। আর পঞ্চম স্থানে থাকা চীনের শহর সাংহাইয়ের স্কোর ২২০।
আরও পড়ুনঃ গুলি আর মর্টার শেলের শব্দে ঘুম ভেঙেছে টেকনাফ সীমান্তের মানুষের
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
আপনার মতামত লিখুন :