ঢাকায় আদালত প্রাঙ্গনে পুলিশের চোখে স্প্রে মেরে দীপন হত্যা মামলার ২ আসামি ছিনতাই । ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে লেখক ও প্রকাশক দীপন হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। রোববার (২০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। যে দুই জনকে ছিনিয়ে নেওয়া হয়েছে তারা হলেন, আবু সিদ্দিক ও মইনুল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় আজ শুনানির দিন ধার্য ছিলো। দুপুর ১২টার কিছুক্ষণ পর ওই মামলার শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশের চোখে স্প্রে মেরে তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনার পর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশিদসহ লালবাগ জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
আরও পড়ুন: যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৬ নভেম্বর
ঘটনাস্থল থেকে পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, এটা অনাকাঙ্খিত ঘটনা। তাদেরকে গ্রেপ্তারে বিভিন্ন প্রয়েন্টে চেক পোস্ট বসানো হয়েছে।
[…] […]