দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬২৪ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৪।
সোমবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬২৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪০৭ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ২১৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বর্তমানে সারা দেশে মোট দুই হাজার ৪৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮৩৪ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৬০৫ জন।
আরও পড়ুন: করোনায় একদিনে পাঁচজনের মৃত্যু, শনাক্ত ৪৯১
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ১৯৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৮ হাজার ৬৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় দুইজনসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭০ জন মারা গেছেন।
গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।
[…] আরও পড়ুন:ডেঙ্গুতে আজও ২ জনের মৃত্যু, হাসপাতালে … […]