টুটুল চৌধুরী জিতিলো লটারিতে বউ। এস.এম. আইয়ুব আলী খান কায়ছার পরিচালিত একক নাটক লটারি তে বিয়ে । খুব শিঘ্রই দেখতে পাবেন একটি বেসরকারি টেলিভিশনে। নাটকের লেখক মিজান চৌধুরী বলেন সামাজিক ও শিক্ষা মূলক গল্পে দর্শক সমালোচকদের ওপর নতুনমাত্রা যোগ করবে বলে আশাবাদী ।
নাটকটিতে অভিনয় করেছেন সাহিল মাহমুদ, রিপন গাজী, শফিরাজ, দোলন দে ইশরাত তিশা, রফিক মিন্টু, অধরা,ফারজানা জয়া, এন এইচ বাদল ও টুটুল চৌধুরী। ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি আশাবাদী এ নাটকের মাধ্যমে আমার শ্রোতাপ্রিয় বন্ধু গণ আমাকে নতুন রুপে আপনারা দেখতে পারবেন। ময়না চরিত্রে রূপান্তরিত করেন জনপ্রিয় অভিনয় শিল্পী দোলন দে পুরো গল্পে জুড়ে ময়না ছিলো মূল চাবিকাঠি ।
আরও পড়ুনঃ আমির হোসেন আমুর সহধর্মিণীর ১৫ তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন
সবার অভিনয় ছিলো মনোমুগ্ধকর সাংবাদিক প্রশ্নকালে পরিচালক এস এম আইয়ুব আলী খান কায়ছার বলেন প্রাক্টিক্যাল শিক্ষা নেওয়া হয় টিভি নাটকের থেকে। মুলধারার নতুনভাবে আবিষ্কার সমসাময়িক ও ঐতিহাসিক বাস্তবতা সহ এ তিন মিল রেখেছে লটারি তে বিয়ে নাটক টি। আরও প্রসঙ্গে বলেন এ নাটক টি চিত্রায়ন হয় আশুলিয়া বর্ষা শুটিং হাউজে। পুরো টিমের প্রতি মানুষ নিজের স্বচ্ছতা দিয়ে কাজ করেছেন।
[…] টুটুল চৌধুরী জিতিলো লটারিতে বউ […]