টাংগাইলের মধুপুরে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি। টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় ৫ লক্ষ চাঁদা দাবি করে, না দেওয়ায় ডিস দখল নেয়। ডিস লাইন দখল নেয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগী।
টাঙ্গাইলের মধুপুর উপজেলা কুড়াগাছা ইউনিয়ন পিরোজপুর এলাকা ৫ লক্ষ টাকা চাদা না দেওয়ায় ডিস লাইন দখল নিয়েছে এলাকা একটি প্রভাবশালী মহল এর ব্যাপারে টাঙ্গাইল আদালতে ভুক্তভোগী ব্যবসায়ী মুখলেসুর রহমান বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
মামলার সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ পিরোজপুর এলাকা আব্দুল হাকিমের ছেলে মুখলেসুর রহমান ডিস লাইন ব্যবসা করে আরছেন। বর্তমান এই এলাকা প্রভাবশালী একটি মহল মামলা মোখলেসুর রহমানকে ডিস লাইন চালাতে হলে আসামীগন ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। আরো জানা যায় ডিস ব্যাবসায়ী মোখলেস রহমান দাবিকৃত চাদার টাকা দিতে অস্বীকার করলে চাঁদাবাজ গং মোখলেছুর রহমানের ডিস লাইন কেটে দেয়।
পরে ডিস লাইন ব্যাবসায়ী মোখলেছুর রহমান বাধ্য হয়ে নিজে বাদী চাঁদা দাবিকারিদের বিরুদ্ধে মামলা করেন। তারপরও এলাকার প্রভাবশালী চাঁদাবাজদের অব্যাহত হুমকির পরিপ্রেক্ষিতে মোখলেছুর রহমান তার ডিসলাইন খুলে নিয়ে আসতে বাধ্য হয়। মামলা সূত্রে জানা বাদীর ৩২ লক্ষ টাকা ক্ষতি হয়। চাঁদাবাজ গং বাদীর কর্মচারীদের মারপিট করে হত্যা হামকি দেয়। আসামিদের হামলার কবল হতে উদ্ধার করে। এই ব্যাপারে সালিশ করে সালিশের মধ্যে বলে বাদী ডিস লাইন চালাতে পারবে না এবং তাদেরকে মেরে ফেলার হুমকি দেয় এবং তাদেরকে ঘুম করে ফেলা হবে।
আপনার মতামত লিখুন :