বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

ঝিনাইদহ প্রেস ইউনিটি নামে সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ


মোহাম্মদ মিশুক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ণ
ঝিনাইদহ প্রেস ইউনিটি নামে সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ

ঝিনাইদহ প্রেস ইউনিটি নামে সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী ঝিনাইদহে কর্মরত বিভিন্ন জাতীয় স্থানীয় পত্রিকার সাংবাদিকদের নিয়ে “ ঝিনাইদহ প্রেস ইউনিটি” নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। 

গতকাল সোমবার বিকালে শহরের এইচএসএস সড়ক সংলগ্ন একটি রেস্ট্রুরেন্টে আলোচনা সভার মধ্য দিয়ে সাংবাদিকদের ঐক্যমতের ভিত্তিতে এই সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। এসময় ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এছাড়া ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী জোয়ার্দ্দার, পরিবেশবিদ মাসুদ আহমেদ সনজু, কাজী কামাল আহমেদ বাবুকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে উক্ত কিমিটিতে।

 

আলোচনা সভায় উপস্থিত সকল সাংবাদিকদের ঐক্যমতের ভিত্তিতে দৈনিক রুপালী দেশ ও সত্যপাঠের সাহিদুল এনাম পল্লবকে সভাপতি, মর্নিংগ্লোরির অহিদুজ্জামান টুকুকে সহসভাপতি, বীর জনতার বার্তা সম্পাদক ওমর আলী সোহাগকে সাধারণ সম্পাদক, দৈনিক গ্রামের কণ্ঠ ও জাতীয় দৈনিক একুশের বাণীর ব্যুরোচীফ রেজওয়ানুল ইসলাম বাপ্পিকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের চেতনা ও দৈনিক পশ্চিম অঞ্চলের জেলা প্রতিনিধি,বিএম আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক একুশের বাণী ও দৈনিক কল্যাণের সবুজ মিয়াকে কোষাধ্যক্ষ, সময়ের বাংলার মোঃ আজিম আলীকে প্রচার সম্পাদক, আমার সংগ্রামের আনিছুর রহমানকে আইসিটি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, দুর্নীতির সন্ধানের পাপন চৌধুরীকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মীর জিল্লুর রহমান ও মেহেরপুরপ্রতিদিনের মনিরুজ্জামান রাসেলকে নির্বাহী সদস্য করা হয়েছে।

আরও পড়ুন: বন্ধন | জাহিদ হাসান

জেলায় বিভিন্ন জাতীয়, স্থানীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকরা সংগঠনের সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে।

জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ঝিনাইদহ প্রেস ইউনিটিকে অভিনন্দন জানিয়েছেন।

Spread the love
Link Copied !!