ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের। ঝিনাইদহ সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে কাফিন (৮) ও সাফিন (৬) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার কুশাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কাফিন ও সাফিন উপজেলার কুশাবাড়িয়া গ্রামের বাসিন্দা সেনাসদস্য শিপন মুন্সির দুই ছেলে। সম্পর্কে তারা সহোদর। বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে তারা পুকুরে পড়ে যায়।
মৃতের প্রতিবেশী নয়ন বিশ্বাস জানান, শিশু দুটি কুশাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। আজ বেলা একটার দিকে তারা দুজন বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের খুঁজছিলেন। এরই মধ্যে এক প্রতিবেশী ওই দুই ভাইয়ের একজনকে পুকুরের পানিতে দেখতে পান।
আরও পড়ুনঃ সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
এরপর সবাই মিলে তাদের দুজনকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ফাল্গুনী রানী সাহা বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা প্রথম আলোকে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
উৎসঃ প্র. আ.
আপনার মতামত লিখুন :