ঝিনাইদহে আগামী নির্বাচনকে সামনে রেখে আ.লীগের পুনরায় ঘর গোছানোর হাল ধরলেন আব্দুল হাই ও সাইদুল করিম মিন্টু। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন দীর্ঘ সাড়ে সাত বছর পর আবারও সভাপতি পদে আব্দুল হাই ও সাধারণ সম্পাদক পদে সাইদুল করিম মিন্টুকে নির্বাচন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পূর্বে ২০১৫ সালের ২৫ মার্চ হতে ২০২২ সাল পর্যন্ত সাত বছরের বেশি সময় ধরে একই পদবী যথাযোগ্য পালন করে আসছিলেন আব্দুল হাই ও সাইদুল করিম মিন্টু । পুনরায় তারা জেলা নেতৃবৃন্দের ভালবাসা ও কর্মদক্ষতা দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন।
আরও পড়ুন: যশোর মেডিকেল কলেজ ৫০০ শয্যা হাসপাতালের দাবিতে স্মারকলিপি প্রদান
জেলা বাসীর আকাংখা আগামী নির্বাচনে যেন দেশের স্বাধীনতা বিরোধী, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত করতে পারেন। সকল ধর্মের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আগামী নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশকে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে জয়ী করতে পারেন। জেলা উপজেলায় সকল তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই সকলের কাছে প্রত্যাশা।
[…] […]