বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8802226663556, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

জীবনের শেষ ইচ্ছের দাম! কোভিড কেড়েছে জীবন, আড়াই লাখে স্ত্রীর ‘জীবন্ত’ মূর্তি বসালেন স্বামী


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ৪, ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ণ
জীবনের শেষ ইচ্ছের দাম! কোভিড কেড়েছে জীবন, আড়াই লাখে স্ত্রীর ‘জীবন্ত’ মূর্তি বসালেন স্বামী

জীবনের শেষ ইচ্ছের দাম! কোভিড কেড়েছে জীবন, আড়াই লাখে স্ত্রীর ‘জীবন্ত’ মূর্তি বসালেন স্বামী

 

ঘরের মধ্যে সোফার মধ্যে বসানো মূর্তিটি। জীবিতকালে যে সোফা ছিল ইন্দ্রাণীদেবীর সবচেয়ে পছন্দের জায়গা। ৩০ কেজির মূর্তি সোনার গয়নায় সুসজ্জিত। কারণ ইন্দ্রাণীদেবী সোনার গয়না-ই বেশি পছন্দ করতেন। সেইসঙ্গে মূর্তিকে পরিয়েছেন আসাম সিল্কও। যে শাড়িটি ইন্দ্রাণীদেবী তাঁর ছেলের বিয়েতে পরেছিলেন।

কোভিড কেড়ে নিয়েছে স্ত্রীকে। কিন্তু ভালোবাসা? তাকে কাড়ে কার সাধ্য! স্ত্রীকে হারিয়েছেন কোভিডে, কিন্তু স্ত্রীকে দেওয়া কথা, স্ত্রীর প্রতি ভালোবাসা তা যে রয়ে গিয়েছে একইরকম… আর তাই স্ত্রীকে দেওয়া কথা রাখতেই আড়াই লাখ টাকা দিয়ে ঘরে প্রিয়তমার মূর্তি বসালেন স্বামী। মর্মস্পর্শী এই ঘটনাটি কলকাতার কৈখালির। ২০২১-এ কোভিডে প্রাণ হারান স্ত্রী ইন্দ্রাণী। তারপরই স্ত্রীর স্মৃতিতে স্বামী তাপস শান্ডিল্য আড়াই লাখ টাকা দিয়ে স্ত্রীর মূর্তি গড়ে ঘরে বসান। সিলিকন স্ট্যাচুটিকে দূর থেকে দেখলে বোঝার উপায় নেই যে, সেটি আসলে একটি মূর্তি। ঠিক যেরকমভাবে ইন্দ্রাণীদেবী ঘরে তাঁর সবচেয়ে পছন্দের জায়গা সোফায় বসে থাকতেন, অবিকল ঠিক সেইভাবেই সোফায় বসানো মূর্তিটি।

 

৬৫ বছরের তাপসবাবু অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। আড়াই লাখ টাকা ব্যয়ে গড়া স্ত্রী ইন্দ্রাণী দেবীর সিলিকন মূর্তিটি ওজনে প্রায় ৩০ কিলোগ্রাম। আর ঘরের মধ্যে সেটি বসানো সোফার মধ্যে। যে সোফা ছিল জীবিতকালে ইন্দ্রাণীদেবীর সবচেয়ে পছন্দের জায়গা। স্ত্রীর মৃত্যুর পর স্ত্রীর স্মৃতিতেই মূর্তি গড়ে ঘরে রাখার সিদ্ধান্ত নেন ভিআইপি রোডের বাসিন্দা তাপসবাবু। যদিও তাঁর এই সিদ্ধান্তের বিরোধিতা এসেছে তাঁর পরিবার থেকে। পাড়া-পড়শিরাও অনেকে সমালোচনা করেন তাঁর এই মূর্তি গড়ার সিদ্ধান্তের। কেউ কটাক্ষ করেন, এটা তাপসবাবুর বিকৃত মানসিকতা। অবসেশন! কেউ আবার বলেন, নজরে আসার চেষ্টা ছাড়া এটা আর কিছুই নয়। যদিও তাপসবাবুর সাফ কথা, স্ত্রীর প্রতি ভালোবাসা ও সম্মান জানাতেই তাঁর এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: ভাইরাস খেয়েই পেট ভরায় হালতেরিয়া ! এই প্রথম আশ্চর্য জীবের সন্ধান পেয়ে তাজ্জব বিজ্ঞানীরা

তাপসবাবুর কথায়, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় প্রাণ হারান তাঁর স্ত্রী। তখন তাঁর মনে পড়ে, একবার তাঁরা যখন ইসকন মন্দিরে ঘুরতে গিয়েছিলেন, তখন সেখানে একেবারে জীবন্ত দেখতে সেইসব বিভিন্ন মূর্তি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তাঁর স্ত্রী ইন্দ্রাণী। তখনই তাপসবাবুর কাছে ইন্দ্রাণীদেবী তাঁর মনের একটি বাসনার কথা জানান। তাপসবাবুকে বলেছিলেন, যদি তাঁর আগেই ইন্দ্রাণীদেবীর মৃত্যু হয়, তবে তাপসবাবু যেন তাঁর একটি এরকম মূর্তি গড়েন। আর স্ত্রীর সেই ইচ্ছাপূরণেই তিনি আড়াই লাঘ টাকা ব্যয়ে মূর্তি গড়ে ঘরে সোফায় বসিয়েছেন বলে জানান তাপসবাবু।

 

তাপসবাবুর কথা থেকেই জানা যায়, ইন্দ্রাণীদেবীর মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছাকে বাস্তব রূপ দিতে দরকার হয়ে পড়ে একজন ভাস্করের। শুরু হয় খোঁজ। এমন একজন ভাস্কর, যিনি তাপসবাবুর ইচ্ছেকে বুঝতে পারবেন। সেই ইচ্ছেকে গুরুত্ব দেবেন। ভাস্করের সেই খোঁজ শেষ হয় ২০২২ সালে সুবিমল দাসের সঙ্গে আলাপ হওয়ার পর। তারপরই সুবিমল দাস ও তাপসবাবু দুজনে মিলে শুরু করেন ‘জীবন্ত’ মূর্তি গড়ার কাজ। আড়াই লাখ টাকা ব্যয়ে তৈরি ৩০ কেজির মূর্তি সোনার গয়নায় সুসজ্জিত। কারণ ইন্দ্রাণীদেবী সোনার গয়না-ই বেশি পছন্দ করতেন। সেইসঙ্গে মূর্তিকে পরিয়েছেন আসাম সিল্কও। যে শাড়িটি ইন্দ্রাণীদেবী তাঁর ছেলের বিয়েতে পরেছিলেন।

 

 

Spread the love
Link Copied !!